কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুশফিকুর রহিম। ছবি: প্রিয়.কম

বিপিএলে পাঁচ বিদেশি খেলা নিয়ে যা বললেন মুশফিক

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০১৭, ২১:০৭
আপডেট: ০১ আগস্ট ২০১৭, ২১:০৭

(প্রিয়.কম) ফ্র্যাঞ্চাইজিগুলোর চাপে পড়েই আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাঁচজন বিদেশি ক্রিকেটার খেলার অনুমতি দিয়েছে টুর্নামেন্ট কমিটি। এমন সিদ্ধান্তে দেশি ক্রিকেটারদের সুযোগ কমে যাওয়ায় ক্রিকেট সংশ্লিষ্টদের অনেকেই বিরোধিতা করছেন। ক্রিকেটারদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের কাছেও জানতে চাওয়া হয় বিষয়টি নিয়ে। জবাবে বেশ কৌশলী এই উইকেটরকক্ষক ব্যাটসম্যান।

মঙ্গলবার রাজশাহী কিংসের এক সংবাদ সম্মেলনে ম্যাচে পাঁচ বিদেশি ক্রিকেটার খেলানো সম্পর্কে মুশফিক বলেন, ‘যে কোনো সিদ্ধান্তে একটি ভালো দিকএকটি খারাপ দিক আছে।পাঁচজন বিদেশি প্লেয়ার যে কোনো টিমে থাকলে আমাদের একজন লোকাল প্লেয়ারের স্পট কমে যাবে। আরেকটি দিকে যদি চিন্তা করেন তাহলে দেখা যাবে যে ক’জন সুযোগ পাবে তাদের অন্যরকম প্রতিযোগিতা করেই আসতে হবে।‘

মুশফিক আরও বলেন, ‘এখানে এমন কোনো বিদেশি খেলোয়াড় আসে না যারা অনেক লোয়ার বা অন্য কিছু। আমার মনে হয়, এখানে অনেক উঁচু মানের প্লেয়াররা আসে। তাদের সঙ্গে খেললে ও ড্রেসিংরুম শেয়ার করতে অনেক উন্নতি হয়। প্রথম আসরে আমরা পাঁচজন বিদেশি নিয়ে খেলেছিলাম। তখন টিম কম্বিনেশন অনেক ভালোই ছিলো। এবারও যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমার মনে হয় এটার জন্য উন্নতি হতেও পারে। এবারের আসরের খেলা শেষ হলে আমরা ভালো করে বলতে পারবো।’

গেল আসরে রবিশাল বুলসের হয়ে খেলা মুশফিকুর রহিম বিপিএলে এবার খেলবেন বর্তমান রানার আপ রাজশাহী কিংসের হয়ে। তিনি এই দলের আইকন ক্রিকেটার ও অধিনায়ক।

প্রিয় স্পোর্টস/শান্ত মাহমুদ