কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাতীবান্ধায় জাসদের কর্মী সমাবেশে জাসদ (ইনু) কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন রাংগাসহ অন্যরা। ছবি: সংগৃহীত

‘বঙ্গবন্ধুর বিরোধিতা করেছি, তবে তার মৃত্যু চাইনি’

আসাদুজ্জামান সাজু
কন্ট্রিবিউটর, লালমনিরহাট
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৫
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৫

(প্রিয়.কম) স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করেছি কিন্তু আমরা তার অপ্রত্যাশিত মৃত্যু চাইনি। আমরা তার দুশাসনের বিরোধিতা করেছি, তার নেতৃত্বের নয়। এ কথাগুলো বলেছেন জাসদ (ইনু) কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন রাংগা।

১৭ সেপ্টেম্বর রোববার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা অডিটরিয়াম হলরুমে জাসদের এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের মুল চেতনা ভেঙ্গে যাওয়ায় আমরা আওয়ামী লীগ থেকে বের হয়ে জাসদ তৈরি করেছি। দেশকে রক্ষা করতেই আবারও আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেছি। ক্ষমতার জন্য নয়।

জাসদ নেতা ছাদেকুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় সদস্য কুমারেশ রায়, রংপুর মহানগর সভাপতি সায়েদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য একরামুল হক ও হাতীবান্ধা জাসদের সম্পাদক বজলার রহমান বজু। 

প্রিয় সংবাদ/কামরুল