কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাকিব আল হাসান। ছবি: এএফপি

‘আমাদের হারানোর কিছু নেই, এটাই আমাদের শক্তি’

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৭, ০৯:৫১
আপডেট: ২৬ অক্টোবর ২০১৭, ০৯:৫১

(প্রিয়.কম) দীর্ঘ নয় বছর পর দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে গিয়ে এখন পর্যন্ত অর্জনের থলেটা পুরোটাই শূন্য বাংলাদেশের। দুই ম্যাচ টেস্ট ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সামনে দাঁড়ানো বাংলাদেশের আসলে এখন আর হারানোর কিছু নেই। আর এটাকেই শক্তি মানছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

যে কন্ডিশনে মুশফিকুর রহিম-মাশরাফি বিন মুর্তজারা ব্যর্থ সেখানেই এখন দাঁড়িয়ে সাকিব। কি ভাবছেন অধিনায়ক? আসলে কিছুই ভাবছেন না এটাই তার স্ট্রাটিজি। দলের সবাইকেও নির্ভারভাবে খেলার পরামর্শ দিয়েছেন বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, ‘আমার মতে এটা এতই ছোট একটা ফরম্যাট যেখানে আমাদের ভাবনার সময় ও জায়গা কম। এটা আমাদের জন্য সুবিধাও বটে। যত কম চিন্তা করা যায় ততই নির্ভার থাকা যায়। সবাইকেও তাই বলবো, নির্ভার হয়ে মাঠে নামুন।’

টেস্ট-ওয়ানডে সিরিজ হারিয়ে টি-টোয়েন্টির মতো অনভিজ্ঞ ফরম্যাটে আসলে বাংলাদেশের হারানোর কিছুই দেখছেন না তারকা এই অলরাউন্ডার। বলেন, ‘দু-একজন বোলার ভালো বোলিং করলে এবং দু-একজন ব্যাটসম্যান ভালো ব্যাটিং করলে টি-টোয়েন্টিতে জিতে যাওয়া সম্ভব। তবে কখনোই বলব না, জেতাটা সহজ। দক্ষিণ আফ্রিকা সব সময়ই কঠিন একটা জায়গা। শুধু আমাদের জন্য নয়, উপমহাদেশের যেকোনো দেশের জন্যই। সফরের এই পর্যায়ে এসে আমাদের যেহেতু হারানোর কিছু নেই, এটাই আমাদের শক্তি।  এই সুযোগটাই নিতে চাই।’

নেই নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল, নেই বোলিংয়ের ভরসার জায়গা মুস্তাফিজুর রহমান, দলের প্রধান ভরসা মাশরাফি বিন মুর্তজা। তাদের অভাব নিয়েই দল সাজাতে হবে নতুন অধিনায়ক সাকিবকে। যারা আছেন তাদের উপরেই ভরসা রাখছেন সাকিব। বলেন, ‘আমার মতে দলে যারা খেলছেন তারা যথেষ্ট পরিণত। আশা করি সবাই তাদের কাজটা জানে। আমি সবার দক্ষতা ও মানসিকতা ঠিক করতে পারবো না, আমি শুধু পারবো তাদের উৎসাহিত করতে। আমাদের একটি দল হয়ে খেলতে হবে। হার-জিত নয়, দল হয়ে খেলাটাই আমাদের লক্ষ্য।’

প্রিয় স্পোর্টস/আশরাফ