কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরির পর ডেভিড ওয়ার্নারের উদযাপন। ছবি: সংগৃহীত

ওয়ার্নারের চোখে এটা যুদ্ধ জয়! 

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৬
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৬

(প্রিয়.কম) ১-১ সমতায় শেষ হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। টানা দুই টেস্টে সেঞ্চুরি করে নাথান লায়নের সঙ্গে যৌথভাবে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার। বাঁ-হাতি এই ওপেনার সেঞ্চুরি দুটি করেছেন ভিন্ন কন্ডিশনে নিজের স্বভাববিরুদ্ধ ব্যাটিং করে। মারকুটে এই ব্যাটসম্যানের চোখে তা রীতিমতো যুদ্ধ জয়ের সমান। 

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ওয়ার্নারের সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছিলো অস্ট্রেলিয়া। কিন্তু সাকিব আল হাসানের ঘূর্ণিতে থামে তার ১১২ রানের ইনিংস। চট্টগ্রাম টেস্টে দেখা মিললো অন্য এক ওয়ার্নারের। ধীর, স্থির, শান্ত ওয়ার্নার। এই টেস্টে ষষ্ঠ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে এশিয়ার মাটিতে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেন তিনি। ২০৯ বল খেলে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরির দেখা পান বাঁ-হাতি এই ব্যাটসম্যান। যা তার ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির টেস্ট সেঞ্চুরি। 

কিভাবে নিজেকে গুটিয়ে নিলেন ওয়ার্নার? সিরিজসেরার পুরস্কার নিতে গিয়ে ওয়ার্নার বলেন, ‘আমি এখানে যা করেছি তা আসলে যুদ্ধ জয়ের সমান। নিজের সঙ্গে যুদ্ধ করে এভাবে খেলেছি। এর জন্য আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি। আমার সাবেক সতীর্থ ক্রিস রজার্সের আত্মজীবনী থেকে এই প্রক্রিয়াটা আমি আত্মস্থ করেছি।’

এই সিরিজের আগে উপমহাদেশের মাটিতে কোনো সেঞ্চুরি করতে পারেননি ওয়ার্নার। এবার টানা দুই টেস্টে সেঞ্চুরি পেয়ে ২২২ রান করে হয়েছেন সিরিজসেরা। আক্ষেপ মোছার তৃপ্তি ঝরলো তার কথায়, ‘উপমহাদেশের এ ধরণের কন্ডিশনে আমার পারফরম্যান্স ভালো ছিলো না। এবার ভালো খেলতে পেরেছি। ধৈর্য ধরে নিজের পরিকল্পনা মাফিক খেলার জন্যই এবার সফল হয়েছি।’