কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভলভো স্বচালিত গাড়ি কিনবে উবার। সংগৃহীত ছবি।

ভলভো থেকে ২৪,০০০ স্বচালিত গাড়ি কিনছে উবার

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৭, ১৩:১৫
আপডেট: ২১ নভেম্বর ২০১৭, ১৩:১৫

(প্রিয়.কম) সুইডিশ গাড়ি নির্মাতা ভলভো কারের কাছ থেকে ২৪ হাজার স্বচালিত গাড়ি কিনছে অ্যাপ ভিত্তিক মার্কিন ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার। আর এই চুক্তির মাধ্যমে সিলিকন ভ্যালির অন্যান্য প্রতিষ্ঠানের মতো উবারও স্বচালিত গাড়ির দিকে অগ্রসর হলো। 

২০ নভেম্বর সোমবার এক বিবৃতিতে ভলভো জানিয়েছে, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে চুক্তির আওয়ায় তারা উবারকে স্বয়ংক্রিয় প্রযুক্তিতে সজ্জিত এক্সসি৯০ মডেলের গাড়িটি সরবরাহ করবে। প্রতিষ্ঠানের একজন মুখপাত্র জানান, চুক্তিতে উবারকে এই সময়ের মধ্যে প্রায় ২৪ হাজার গাড়ি সরবরাহ করা হবে। 

ভলভো কারগুলিতে ব্যবহৃত স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম যা এখনো তৈরি করা হয়নি সেগুলো উবারের অ্যাডভান্সড টেকনোলজিস গ্রুপের ডেভেলপমেন্টের অধীনে রয়েছে। যতদূর জানা যায়, স্বয়ংক্রিয় গাড়ি শিল্পে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় বিক্রয় চুক্তি এবং ভলভো’র এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্ডার। 

নতুন ভলভো এক্সসি৯০ এসইউভি মডেলের গাড়ির শুরুর খুচরা মূল্য প্রায় ৫০ হাজার মার্কিন ডলার। আর এই চুক্তিতে উবার অ্যাপ চালক ছাড়াই যাত্রীদের পিক আপ করবে। উবার এই চুক্তির আর্থিক বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। 

সূত্র: রয়টার্স