কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবি

স্বেচ্ছা‌সেবক দল নেতা ইয়া‌ছিন আলী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৮, ১২:৪২
আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮, ১২:৪২

(প্রিয়.কম) জাতীয়তাবাদী স্বেচ্ছা‌সেবক দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক ইয়া‌ছিন আলীকে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ।

১৯ জানুয়ারি শুক্রবার সকাল সা‌ড়ে ১০টার দিকে মিরপুর থে‌কে শেরে বাংলা নগরে বিএন‌পির প্র‌তিষ্ঠাতা জিয়াউর রহমা‌নের মাজা‌রে আসার প‌থে তাকে গ্রেফতার করা হ‌য়।

স্বেচ্ছা‌সেবক দ‌লের সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফি‌রোজ এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, স্বেচ্ছা‌সেবক দ‌লের আটক সাংগঠ‌নিক সম্পাদক ইয়া‌ছিন আলী‌কে এই মুহূর্তে রাজধানীর পল্লবী থানায় নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে।

এ বিষ‌য়ে জানতে চাইলে পল্লবী থানার ওসি দাদন ফকির ব‌লেন, গ্রেফতার ইয়া‌ছিন আলীর বিরুদ্ধে ১৯ টি মামলা তদন্তাধীন। শুধু পল্লবী থানাতেই তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এ ছাড়াও কিছু দিন আগের একটি নাশকতা মামলার আসামি তিনি।

ওসি আরও জানান, আজও নাশকতা করার সময় ইয়াসিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রিয় সংবাদ/শিরিন/আরএ