কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউটিউব, অ্যামাজন, নেটফ্লিক্সের পর অবশেষে ভিমিওতে এইচডিআর। ছবি: সংগৃহীত

ভিমিওতে যুক্ত হলো এইচডিআর, ৮কে ভিডিও ফরম্যাট

আরিফ আরমান বাদল
সহ-সম্পাদক, বিজনেস এন্ড টেক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৭, ০৯:১৯
আপডেট: ২০ নভেম্বর ২০১৭, ০৯:১৯

(প্রিয়.কম) এইচডিআর এবং ৮কে ভিডিও সমর্থন যুক্ত করল অনলাইন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ভিমিও। অর্থাৎ, এখন থেকে ভিমিওতে থাকা ভিডিওগুলো মানসম্মত রেজ্যুলেশনে দেখা যাবে। তবে এসব ভিডিও দেখার জন্য অবশ্যই এইচডিআর এবং আল্ট্রা হাই-ডেফিনিশন ভিডিও চালানোর সক্ষমতা থাকতে হবে। 

এইচডিআর অথবা হাই ডাইনামিক রেঞ্জের ভিডিওগুলো অন্ধকার এবং আলোকজ্জ্বলের মধ্যে তফাৎ করে দিতে পারে। আর এ দুটির সন্নিবেশে ভিডিওর রঙ অনেক গাঢ় এবং পরিষ্কার দেখা যায়। এইচডিআর চোখকে আরাম দেয়। আর ভিমিও নতুন এ প্রযুক্তি যুক্ত করে গ্রাহক টানার চেষ্টা করছে। 

ভিমিওতে এইচডিআর ভিডিও যেভাবে কাজ করে

ভিমিও জানিয়েছে এইচডিআর ভিডিও এইচডিআর ফরম্যাটে ধারণ করতে হয়। রেড এইচডিআরএক্স কিংবা ক্যানন ডিএসএলআর দিয়ে এইচডিআর ফরম্যাটে ভিডিও ধারণ করা যায়। পরবর্তীতে এটি ভিমিওতে আপলোড করা যায়। এইচডিআর নির্ণয় করে ভিমিও এটিকে ঠিকভাবে আপলোডে সহায়তা করবে। তাছাড়া এইচডিআর ব্যাজ দিয়ে এটিকে চিহ্নিতও করে দিচ্ছে ভিমিও। ইউটিউব,অ্যামাজন এবং নেটফ্লিক্সের পর অবশেষে এই এইচডিআর ফরম্যাট যুক্ত করল ভিমিও।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

প্রিয় টেক/অাশরাফ