কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উবার লন্ডনে ডিজেলচালিত গাড়ি ব্যবহার বন্ধ করে দিচ্ছে।

ডিজেলচালিত গাড়ি ব্যবহার বন্ধ করে দিচ্ছে উবার!

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৭
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৭

(প্রিয়.কম) অ্যাপভিত্তিক রাইড-হেইলিং মার্কিন প্রতিষ্ঠান উবার যুক্তরাজ্যের লন্ডনে ২০১৯ সালের শেষে ডিজেলচালিত গাড়ি ব্যবহার বন্ধ করে দিচ্ছে।

৯ সেপ্টেম্বর শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ডিজেলচালিত গাড়ির পরিবর্তে এরপর থেকে অধিকাংশ যাত্রায় বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ি ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে লন্ডনে উবারএক্স চলছে। উবারএক্স হচ্ছে কম খরচের সেবার মধ্যে অন্যতম। এই সেবার অধীনে হওয়া মোট যাত্রার প্রায় অর্ধেকই পরিবেশবান্ধব যানবাহন দিয়ে হয়েছে দাবি প্রতিষ্ঠানটির। 

উবারএক্স সেবায় গ্রাহকদের স্মার্টফোনের মাধ্যমে যাত্রা বুকিং দিয়ে রাখার ব্যবস্থা রয়েছে।

২০৪০ সাল থেকে সব ধরনের পেট্রোল আর ডিজেলচালিত গাড়ি বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। এর আগে এথেন্স, ফ্রান্স ও মাদ্রিদের মতো শহর এ পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল।

উবারের অধীন বর্তমানে প্রায় ৪০ হাজারের উপরে চালক রয়েছে। ২০২২ সালের মধ্যে পুরো যুক্তরাজ্যে উবারএক্সের বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ির মডেল আনার পরিকল্পনা করেছে।

সূত্র: রয়টার্স

প্রিয় টেক/আশরাফ