কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পদ্মার চরে ত্রাণের অপেক্ষায় থাকা পানিবন্দী পরিবার। ছবি: প্রিয়.কম

ত্রাণের অপেক্ষায় পদ্মার চরের পানিবন্দী ২ হাজার পরিবার

রফিকুল ইসলাম
কন্ট্রিবিউটর, রাজশাহী
প্রকাশিত: ২০ আগস্ট ২০১৭, ১৫:৩৩
আপডেট: ২০ আগস্ট ২০১৭, ১৫:৩৩

(প্রিয়.কম) রাজশাহী পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় বন্যায় রাজশাহীতে পদ্মার ১৫টি চরের প্রায় ২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। কয়েকদিন ধরে পানিবন্দী এসব পরিবারের লোকজন ত্রাণের অপেক্ষায় প্রহর গুনছেন। চরবাসীরা জানিয়েছেন এক সপ্তাহ ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

দিয়াড়কাদিরপুর চরের কয়েকজন বাসিন্দা জানান, তাদের বের হওয়ার কোন পথ নেই। তারা এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারছেন না। বিপদে পরে তারা টিন দিয়ে তৈরি করেছেন ডিঙ্গি নৌকা। এই নৌকায় দুই একজনের বেশি ওঠা যায় না। তাদের আয়ের উৎস কৃষি কাজ বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মার ১৫টি চরে প্রায় ২০ হাজার মানুষের বসবাস করে। এর মধ্যে দিয়াড়কাদিপুর চরে ১৯টি পরিবারে জনসংখ্যা প্রায় অর্ধশতাধিক। তারা প্রায় প্রতিটি পরিবারই অন্যের জমি বাৎসরিক ভাড়া নিয়ে সেখানে বাড়ি করে বসবাস করেন।

চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিযুল আযম জানান, পদ্মার চরের প্রায় ২ হাজার পরিবার পানিবন্দী রয়েছে। এ ছাড়া এক নম্বর ওয়ার্ড অন্যান্যে ওয়ার্ডের চেয়ে নিচু। ফলে পানি উঠেছে। চরের অধিকাংশ বাড়ির পাশে পানি এসেছে। কিছু কিছু বাড়ি ডুবেও গেছে। এ ছাড়া সিংহভাগ জমির ফসল পানির নিচে।

প্রিয় সংবাদ/কামরুল