কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ১২:২৮
আপডেট: ২১ জানুয়ারি ২০১৮, ১২:২৮

(প্রিয়.কম) ব্রাক্ষ্মণবাড়িয়াসরাইল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। 

২১ জানুয়ারি রোববার ভোরে উপজেলার শাহবাজপুরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকরা হলেন হবিগঞ্জের আকতার হোসেনের ছেলে আবুল বাশার (২৬) ও ব্রাক্ষ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা ইলিয়াস ওয়াহাব (৩২)।

পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, দুটি কার্তুজ, দুটি রামদা ও দুইটি বর্শা উদ্ধার করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে জানানো হয়, শুক্রবার রাতে পুলিশ বাশার ও ওয়াহাবকে আটক করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ডাকাতির সময় লুণ্ঠিত স্বর্ণ ও অর্থ উদ্ধার করতে আটককৃতদের নিয়ে রোববার ভোরে শাহবাজপুরে যায় পুলিশ। ওই সময় উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর গুলি চালায় ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। সে সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাশারের মৃত্যু হয়।

ওসি আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওয়াহাবকে হাসপাতালে নেয় পুলিশ। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রিয় সংবাদ/শিরিন