কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাজারে চালের দোকান। ফাইল ছবি

দুই দফায় চালের আমদানি শুল্ক কমে ২%

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৭, ১৬:৩১
আপডেট: ১৬ আগস্ট ২০১৭, ১৬:৩১

(প্রিয়.কম) দেশে ভয়াবহ বন্যার কারণে খাদ্য ঘাটতি পূরণে সরকার দ্বিতীয় দফা চালের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অাজ কালের মধ্যে এ বিষয়ে আদেশ জারি হবে বলে জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ১৬ আগস্ট বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা পরিধান কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সভায় চালের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়েছে। শুল্ক ৮ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। 

বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বেশি পরিমাণে চাল আমদানির লক্ষ্যেই সরকার আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে।’

সরকারি মজুদ তলানিতে নেমে আসায় গত কয়েকমাস ধরেই চালের বাজারের অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে গত ২০ জুন আমদানি প্রথম দফায় শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয় সরকার। পরে এ বিষয়ে আদেশ জারি করা হয়।

সরকার চলতি অর্থবছরে বিদেশ থেকে ১৫ লাখ টন চাল আমদানি করবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে নয় লাখ টন চাল আমদানির পরিকল্পনা ছিল। তবে দেশে ভয়াবহ বন্যার কারণে খাদ্য ঘাটতি পূরণে আমদানির পরিমাণ বাড়ানো হয়েছে, এখন ১৫ লাখ টন চাল আমদানি করা হবে। এ ছাড়া পাঁচ লাখ টন গম আমদানির কথাও জানান কামরুল।