কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রিয়.কম

লালমনিরহাটে ভেজাল বিরোধী অভিযানে ২ গাঁজাসেবীর কারাদণ্ড

আসাদুজ্জামান সাজু
কন্ট্রিবিউটর, লালমনিরহাট
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৭, ১৫:২০
আপডেট: ১০ নভেম্বর ২০১৭, ১৫:২০

(প্রিয়.কম) লালমনিরহাটে গাঁজা সেবনের দায়ে দুই জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৯ নভেম্বর বৃহস্পতিবার রাতে জেলার আদিতমারী উপজেলার খারুভাঁজ বাজারে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুজা উদ দৌলা।

সাজাপ্রাপ্তরা হলেন- ওই আমিনুল ইসলাম (৩৫) ও জুনু ইসলাম (৫৫)।

লালমনিরহাট জেলা প্রশাসক সুত্রে জানা যায়, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা ও ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে আদিতমারী উপজেলার খারুভাঁজ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর সুজা উদ দৌলা।

সে সময় ওই বাজারের পাশে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় আমিনুল ও জুনুকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের তাদের ৬ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের রাতেই লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রিয় সংবাদ/শিরিন/রাকিব