কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পেইন্টিংটি সংগৃহীত।

তপু রায়হানের কবিতা- 'হলুদ কাব্য পুনরাবৃত্তি'

সিফাত বিনতে ওয়াহিদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫১
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫১

(প্রিয়.কম) তরুণ কবি তপু রায়হান এর কবিতা হলুদ কাব্য পুনরাবৃত্তি প্রিয়.কম এর পাঠকদের জন্য প্রকাশ করা হলো

হলুদ কাব্য পুনরাবৃত্তি

বয়সের আশকারায় ম্যালা বড় হয়ে গ্যাছে জীবন,

এখন পেছনে তাকিয়ে পশ্চাতদেশ ছাড়া

আর কি ই বা এমন দেখা যাবে?

জীবন তো এখন- হাজারো জীবনের কাছে

পরোক্ষ কাতর মমতাময়ী ধান্ধা খুলে বসেছে!

পাপ পূণ্যের দরদাম সব জেনে গ্যাছে কালা কৃষ্ণ,

শ্যামের বাঁশি আর উতলা করেনা প্রান।

জন্ডিস আমাশয়ের মত রোগবালাইও এখন বহুত শক্তিশালিনী!

কবির কাছে রোগবালাই একটি স্ত্রী লিঙ্গ শব্দ বিধায়।

হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে

পরোক্ষ কাতর সেই জীবন কত শত অনুনয় খুঁজে পায়।

একদিন খুব বৃষ্টি হবে, সেদিন খুব ভিজবো

ডাষ্টবিন চাটা কাকগুলি যেরকম স্নান করে!

প্রিয় সাহিত্য/গোরা