কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবন। সংগৃহীত ছবি

আজ ব্যাংকে লেনদেন বন্ধ

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৭, ১০:১৫
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৭, ১০:১৫

(প্রিয়.কম) আজ ৩১ ডিসেম্বর রোববার দেশের সকল ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে লেনদেন বন্ধের এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে এদিন বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা রাখা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করা হয় ৩১ ডিসেম্বর। এই দিনে দেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো সকল হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। তাই দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে গণ্য করা হয়।

ব্যাংক লেনদেন বন্ধ থাকে বলেই প্রতিবছর এদিন শেয়ারবাজারও বন্ধ থাকে। ফলে আজ শেয়ারবাজারও বন্ধ। 

আগামী ১লা জানুয়ারী থেকে যথাযথ নিয়মে লেনদেন চলবে দেশের সব ব্যাংক ও উভয় স্টক এক্সচেঞ্জে।

প্রতিবছর দুই দিন ব্যাংকগুলো হলিডে পালন করে। ৩১ ডিসেম্বর ছাড়াও ১ জুলাই ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিন ব্যাংকগুলো তাদের ষাণ্মাসিক হিসাব প্রস্তুত করে।

প্রিয় বিজনেস/আশরাফ