কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় ভয় পায় বাংলাদেশ!

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৭, ১২:০৪
আপডেট: ২১ অক্টোবর ২০১৭, ১২:০৪

(প্রিয়.কম) দুই টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজে দক্ষিণ আফ্রিকায় বাজে সময় কাটাচ্ছে সফরকারী বাংলাদেশ দল। কিন্তু ঘরের মাঠে বরাবরই আলাদা করে নিজেদের শক্তির জানান দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিমরা। অস্ট্রেলিয়া-দক্ষিণ  আফ্রিকার কন্ডিশনে গেলেই যেন মুদ্রার ওপিঠ দেখছে লাল-সবুজ জার্সিধারীরা। প্রোটিয়া ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির মতে, দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়া; এসব কন্ডিশনে ভয় পায় বাংলাদেশ।

ম্যাকেঞ্জি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা সফর বরাবরই কঠিন ব্যাপার। এখানকার উইকেটের গতি, বাউন্স নিয়ে উপমহাদেশের সব দলকেই বিপাকে পড়তে হয়। যদিও যেসব উইকেটে বাংলাদেশ খেলছে সেগুলো সেঞ্চুরিয়ান কিংবা সুপারস্পোর্টস পার্কের মতন অতটা বাউন্সি নয়।’

দক্ষিণ আফ্রিকায় টেস্টের দুটিতেই অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ দল। ওয়ানডেতেও একই অবস্থা প্রথম ম্যাচে ১০ উইকেটের হার, দ্বিতীয় ম্যাচে ১০৪ রানের ব্যবধানে হার। সিরিজের শেষ ম্যাচে রোববার মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিন আফ্রিকা।

শেষ ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের দূর্বলতার কারণ খুঁজতে নামলেন ম্যাকেঞ্জি। তার মতে, এখানকার কন্ডিশনই বাংলাদেশের জন্য জুজু হয়ে ধরা দিচ্ছে।

বললেন, ‘অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এখানকার উইকেটের সহজাত গতি, বাউন্স। উপমহাদেশে আপনাকে স্পিন আক্রমণের মুখোমুখি হতে হবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ায় আক্রমণাত্মক ক্রিকেটও একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। বাংলাদেশ এগুলো নিয়ে ভয় পায়। এসব ভয় কাটিয়ে উঠতে হবে তাদের ব্যাটসম্যানদের। না হলে অবস্থা উন্নতি হবে না।’

বল হাতে বাউন্সি উইকেট পেয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশের পেসাররা। কিন্তু সামর্থ্যের দিক থেকে যোগ্যতার অভাব নেই। সেটা মানছেন ম্যাকেঞ্জিও। তার মতে, ‘আমার মনে হয় না বাংলাদেশের বোলাররা খারাপ। তাদের কিছু তরুণ বোলার আছে যারা দারুণ কিছু করার ইঙ্গিত দেখাচ্ছে। টেস্টে তাদের কেউ কেউ এমন কিছু বল করেছে যেখানে আমাদের ব্যাটসম্যানরা শূন্য রানে আউট হয়েছে। আমি মনে করি এটা মানিয়ে নেওয়ার একটা চাপ।’

টেস্টের পর ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে স্বাগতিকরা। লক্ষ্য এবার ৩-০ তে জয় পাওয়া। কিন্তু এমন সময়েও বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছেন না এই কোচ। শেষ ওয়ানডেতে জয় চায় তার দল। সেটা সহজ হবে না বলে দাবি করছেন।

বললেন, ‘আমরা চেষ্টা করব ৩-০ তে সিরিজ জিততে। সেটা সহজ হবে বলে মনে হয় না। বাংলাদেশ গেল কয়েক বছর ধরেই নিজেদেরকে প্রমাণ করেছে যে তারা ভালো ক্রিকেট খেলতে পারে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছেও। দক্ষিণ আফ্রিকাকেও ঘরের মাঠে দুই বছর আগে সিরিজ হারিয়েছে। তাই শেষ ম্যাচ কঠিন হবে বলেই ধরে নিচ্ছি।’

সূত্র: ডেইলি স্টার 

প্রিয় স্পোর্টস/আশরাফ