কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশে পালিয়ে আসা প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছেন। ছবি: ফোকাস বাংলা

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ভূমিকার নিন্দা জানাল টিআইবি

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৭, ২২:০৫
আপডেট: ০৮ অক্টোবর ২০১৭, ২২:০৫

(প্রিয়.কম) মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা হতে পারে এমন খবর থাকার পরও তা ঠেকাতে না পারায় জাতিসংঘের ব্যর্থতা হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ কারণে জাতিসংঘের কড়া সমালোচনা করে একটি বিবৃতি প্রদান করেছে সংস্থাটি।

৮ অক্টোবর রোববার দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী কঠোর ও নির্বিচার পদক্ষেপ নিতে যাচ্ছে বলে চলতি বছরের মে মাসে জাতিসংঘের একটি কমিশনের প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়। যা আগস্ট-সেপ্টেম্বরে সত্য প্রমাণিত হয়। পূর্বাভাস পেয়েও জাতিসংঘ তা অবজ্ঞা করেছে, ধামাচাপা দিয়েছে। তাদের এই ভূমিকায় টিআইবি হতাশ।’

রোহিঙ্গা সঙ্কট ঘণীভূত হওয়ার কারণ জাতিসংঘ এবং এ অপরাধটি ‘অগ্রহণযোগ্য’ অভিহিতি করে বিবৃতিতে বলা হয়, ‘তাদের ভূমিকার কারণেই মানবাধিকারের চরম লঙ্ঘন ঠেকানো যায়নি।’

বিবৃতিতে জাতিসংঘের সমালোচনা করে বলা হয়, ‘আমরা জাতিসংঘের কাছে এই নিষ্ক্রিয়তার ব্যাখ্যা চাইছি, বিশেষত তারা যেটা প্রচার করে বেড়ায় তা না করতে পারার কারণ সম্পর্কে। কেউই জবাবদিহির ঊর্ধ্বে নয়, এমনকি জাতিসংঘও নয়।’

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যের ৩০টি পুলিশ পোস্টে একযোগে হামলা করে দ্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরএসএ)। এরপর থেকে রাজ্যটিতে চলমান সেনা অভিযানের নির্মমতার শিকার হয়ে ইতোমধ্যে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এর আগে জাতিসংঘ মিয়ানমারের ঘটনাকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ বলে ঘোষণা দিয়েছিল।

প্রিয় সংবাদ/শান্ত