কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

‘টি-টোয়েন্টি কম খেলা কোনো অজুহাত হতে পারে না’

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৭, ১০:২১
আপডেট: ২৯ অক্টোবর ২০১৭, ১০:২১

(প্রিয়.কম) প্রথম দুই ম্যাচ টেস্ট ও পরে তিন ম্যাচ ওয়ানডের প্রতিটি ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে হারটা সে তুলনায় কিছুটা হলেও কম ব্যবধান। পুরো সিরিজে টি-টোয়েন্টিতেই বাংলাদেশ দলকে সব থেকে বেশি উজ্জীবিত দেখা গেছে। তাই টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন না বাংলাদেশ টি-টোয়েন্টি কম খেলে এটা কোনো অজুহাত হতে পারে। আর তাই শেষ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না তিনি।

২৯ অক্টোবর রোববারের সিরিজের শেষ ম্যাচ ও শেষ টি-টোয়েন্টিকে সামনে রেখে শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সেখানেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন সাকিব। বলেন, ‘হঠাৎ করে যখন খেলতে নামা হয় তখন প্রথম ম্যাচে এমনই লাগে। এরপর আস্তে আস্তে মাথা খোলা শুরু হয়। খুলতে খুলতে আবার ছয় মাসের বিরতি চলে আসে। এটা কঠিন। তবে কোনো দেশই একটা-দুইটার বেশি টি-টোয়েন্টি খেলে না। হাতেগোনা কয়েকটা দল আছে, যারা হয়ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে। অবশ্যই যত বেশি খেলা হবে, তত বেশি ভালো হবে। কিন্তু টি-টোয়েন্টি কম খেলা কোনো অজুহাত হতে পারে না। যখনই খেলব, চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি। ম্যাচটা জিততে পারি।’

প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করেও শেষ পর্যন্ত ২০ রানে হার মানে বাংলাদেশ। শুরুটা ভালো হলেও মিডল অর্ডার ধারাবাহিকতা রাখতে পারেনি। বাংলাদেশের ইনিংসে মোট ৪৫টি ডট বল খেলা হয়েছে যা ক্রিকেটের এই ফরম্যাটের বিচারে অনেক বেশি। আর তাই আগে থেকে সতীর্থদের সাবধান করে দিয়েছেন সাকিব। ডট বল এড়ানোর মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে বলেই মনে করেন তিনি।

অধিনায়ক বলেন, ‘সাধারণত যেটা হয় যে, টি-টোয়েন্টিতে ডট বল ৩০ থেকে ৪০-এর ভেতরে থাকে। তাই ৩০ থেকে ৩৫ এর ভেতরে যদি ডট বলের সংখ্যা রাখা যায় তাহলে আমার কাছে খুবই ভালো মনে হয়। তাই চেষ্টা থাকবে যত কম ডট বল খেলা যায়। বিশেষ করে মিডল ওভারগুলোতে, এমনকি প্রথম ৬ ওভারেও। বাউন্ডারির সাথে সাথে যদি প্রান্ত বদল করে খেলা যায় তাহলে ব্যাটসম্যানের ওপর থেকে চাপটাও কমে যায়। একই সময়ে রানটাও বাড়তে থাকে।’

যে মাঠে টেস্ট দিয়ে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শুরু হয়েছিল, সেখানেই সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। পচেফস্ট্রুমের আগের উইকেটেই খেলা হবে কিনা তাও বলতে পারছেন না কেউ। তবে রোববার বড় স্কোরের ম্যাচ হবে বলে মনে করছেন সাকিব, ‘সবাই বলছে একটু মন্থর হবে (উইকেট)। মনে হচ্ছে হাই স্কোরিং ম্যাচই হবে। আগে ফিল্ডিং করলে ওদের কম রানে আটকাতে চেষ্টা করব। আর আগে ব্যাটিং করলে ১৮০ না করলে জয়ের সুযোগ কম।’

প্রিয় স্পোর্টস/আশরাফ