কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শাহরিয়ার নাফিস। ছবি: প্রিয়.কম

‘একজন ব্যক্তির জন্য বাংলাদেশ ক্রিকেটের কোনও ক্ষতি হবে না’

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৭, ১৬:২৭
আপডেট: ১০ নভেম্বর ২০১৭, ১৬:২৭

(প্রিয়.কম) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তাপকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চান্দিকা হাতুরুসিংহের পদত্যাগ ইস্যু। বিপিএলের ঢাকা পর্বকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরানো ক্রিকেটাররাও কথা বলছেন প্রধান কোচের পদত্যাগ নিয়ে। সিলেট পর্ব শেষে দু'দিনের বিরতির পর মাঠে গড়াচ্ছে বিপিএলের ঢাকা পর্ব। ঢাকা পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস।

রাজশাহীর বিপক্ষে ম্যাচটিকে সামনে রেখে শুক্রবার দলের সাথে অনুশীলন করেন রংপুরের অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। অনুশীলন শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে। সেখানেও ঘুরেফিরে উঠে আসে হাতুরুসিংহের পদত্যাগের প্রসঙ্গটি। জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান জানান, একজন ব্যক্তির জন্য বাংলাদেশ ক্রিকেটের কোনও ক্ষতি হবে না।

এ প্রসঙ্গে বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, 'চান্দিকা ভাল কাজ করছিলেন এবং তার সাফল্যের হার ভাল ছিল। কিন্তু তিনি যদি কাজ করতে না চান বা তার যদি চুক্তিসংক্রান্ত কোনও জটিলতা থাকে, তাহলে তিনি চলে যেতেই পারেন। এমন নয় যে, তিনি না থাকলে কেউ প্রধান কোচ হবেন না। নিশ্চয় কেউ দায়িত্ব নেবে। ওনার জন্য শুভ কামনা রইল। আমি মনে করি, একজন ব্যক্তির জন্য বাংলাদেশ ক্রিকেটের কোনও ক্ষতি হবে না।'

হাতুরুসিংহের অধীনে বাংলাদেশ ক্রিকেট সাফল্যের দেখা পেলেও তাকে কৃতিত্ব দিতে নারাজ নাফিস। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৪ টেস্ট, ৭৫ ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি খেলা নাফিস মনে করেন, কৃতিত্বের দাবিদার দলের ক্রিকেটাররা। বলেন, 'তার নির্দেশনায় বাংলাদেশ ভাল খেলেছে। মূল খেলাটা কিন্তু ক্রিকেটাররাই খেলেন। ওনার অধীনে যা হয়েছে, তার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেই এসেছে। বোর্ডও যেহেতু কোথাও চলে যাচ্ছে না, ক্রিকেটাররাও কোথাও চলে যাচ্ছে না। আশা করছি, বাংলাদেশ দল যে সফলতার পথে ছিল, সেখানেই থাকবে।'

জয় দিয়ে এবারের বিপিএলে যাত্রা শুরু করেছে রংপুর। নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ছয় উইকেটে হারায় মাশরাফি বিন মুর্তজার দল। তবে পরের ম্যাচে মাশরাফি-নাফিসদের সঙ্গী হয়েছে পরাজয়। সিলেট পর্বের শেষদিন চিটাগং ভাইকিংসের বিপক্ষে হেরেছে ১১ রানের ব্যবধানে। তবে ঢাকা পর্বের প্রথম ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চান নাফিস, 'দুঃখজনকভাবে আমরা শেষ ম্যাচটা হেরেছি। তাসকিনের ওই একটা ওভার ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। পরবর্তী ম্যাচ জিতে আমরা আবার জয়ের ধারায় ফিরব।'

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ