কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ফাইল ছবি

রংপুরে বিএনপিসহ অন্য দলের আশঙ্কার কিছু নেই: সিইসি

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ১৯:৩৩
আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ১৯:৩৩

(প্রিয়.কম) রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপিসহ অন্য দলের আশঙ্কার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা

১৯ নভেম্বর রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কে এম নুরুল হুদা বলেন, ‘কারও প্রত্যাশা পূরণ নয়, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করব। এখানে সবার সমান সুযোগ নিশ্চিত করা হবে। এখানে বিএনপিসহ অন্য দলের আশঙ্কার কিছু নেই।’

নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে জানিয়ে সিইসি বলেন, ‘সংখ্যালঘুরা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সব ব্যবস্থা নিতে বলা হয়েছে। রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে।’

সেসময় সিইসি নির্বাচনী এলাকার অইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বলেন, অনুষ্ঠিতব্য রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে প্রায় তিন হাজারেরও বেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। সাধারণ ভোটকেন্দ্রে ২২ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন নিরাপত্তা সদস্য থাকবে।

এ ছাড়া পুলিশ-এপিবিএনের সমন্বয়ে ৩৩টি, র‍্যাবের ৩৩টি ও বিজিবির ৩৩ টহল দল নির্বাচনের মাঠে থাকবে বলেও জানান তিনি। 

সিইসি ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার।

উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রিয় সংবাদ/শান্ত