কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। ফাইল ছবি

রোহিঙ্গাদের ৩০ লাখ প্যাকেট খাবার স্যালাইন দিয়েছে যুক্তরাষ্ট্র

আবু আজাদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:১৯
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:১৯

(প্রিয়.কম) মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা নির্যাতনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের জন্য ত্রিশ লাখ প্যাকেট ওরস্যালাইন দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড

১৯ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ইউএসএইডের কর্মকর্তারা ওরস্যালাইনের চালানটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ২৪ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র সরকার ৬ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা এবং রোহিঙ্গা আশ্রয় শিবির এলাকায় জনগণকে ৯০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে ইউএসএইডের বাংলাদেশ মিশন ডিরেক্টর ইয়ানিনা জারুজেলস্কি বলেন, ‘বাংলাদেশ সরকারের সাথে অংশীদারিত্ব করে এই জীবন বাঁচানো দ্রব্যাদি রোহিঙ্গা শরণার্থীদের প্রদান করতে পেরে ইউএসএইড গর্বিত।’

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান শুরু হওয়ার পর প্রাণ বাঁচাতে প্রায় ছয় লাখ ৫৫ হাজার মানুষ পালিয়ে বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়ায় গড়ে তোলা শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে; যাদের ৯০ শতাংশই নারী-শিশু ও বৃদ্ধ।

ইউনিসেফের হিসাব অনুযায়ী, রোহিঙ্গা শিবিরে বর্তমানে ৪ লাখ ৫০ শিশু রয়েছে; যার মধ্যে ২ লাখ ৭০ হাজারই নতুন। এ সব শিশুর মধ্যে আবার অভিভাবকহীন ৩৬ হাজার ৩৭৩ শিশুও রয়েছে। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে অন্তত ৫০ হাজার অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। পালিয়ে আসা শিশু শরণার্থীদের বাইরেও প্রতিদিন যোগ হচ্ছে প্রায় ১০০ নবজাতক

প্রিয় সংবাদ/শান্ত