কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এবি ব্যাংকের লোগো।

এবি ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ দুদকে

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৭, ১২:২২
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৭, ১২:২২

(প্রিয়.কম) অর্থপাচারের অভিযোগে এবি ব্যাংকের (আরব বাংলাদেশ ব্যাংক) সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

৩১ ডিসেম্বর রোববার সকালে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য

সিঙ্গাপুরে একটি অফশোর কোম্পানি খুলে ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার অর্থ পাচারের অভিযোগ তদন্তে এবি ব্যাংকের এই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক। এছাড়া ব্যাংকটির ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ এবং পরিচালক ফাহিমুল হক পদত্যাগ করেন।

প্রিয় সংবাদ/আশরাফ