কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

ধর্মঘটে বিশৃঙ্খলা ও নাশকতার মামলা হবে: আসাদুজ্জামান খাঁন কামাল

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০১ মার্চ ২০১৭, ০৮:৩৮
আপডেট: ০১ মার্চ ২০১৭, ০৮:৩৮

আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি

(প্রিয়.কম) পরিবহন ধর্মঘটে বিশৃঙ্খলা ও নাশকতার মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

১ মার্চ বুধবার মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

পরিবহন শ্রমিকদের ধর্মঘটে চলা বিশৃঙ্খল পরিস্থিতি অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছে পুলিশ উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ধর্মঘটে বিশৃঙ্খলা ও নাশকতার মামলা হবে।  

মন্ত্রী আরও বলেন, ‘শ্রমিকরা শুরুতেই জনহানিকর কাজে লিপ্ত হয়েছে। তারা চাইলে উচ্চ আদালতে যেতে পারে। কিন্তু তারা যায়নি।’

তিনি বলেন, ‘আজ শ্রমিকরা সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়িতে হামলা চালায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি করে। আহত একজনকে ঢামেকে নেওয়া হয়েছে বলে শুনেছি। এরপরও পুলিশ যথেষ্ট ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে।’

ধমর্ঘটের কারণে হাজার হাজার রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং সাধারণ জনগণ দুর্ভোগের শিকার হচ্ছেন বলেও জানান তিনি।

প্রিয় সংবাদ/রাকিব/শান্ত