কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। ছবি: ফোকাস বাংলা

রোহিঙ্গাদের স্বার্থেই শরণার্থী শিবিরে থাকতে বলা হচ্ছে: আইজিপি

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৬
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৬

(প্রিয়.কম) দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এরপর তাদেরকে নির্ধারিত শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘রোহিঙ্গাদের স্বার্থেই তাদেরকে শরণার্থী শিবিরের মধ্যে থাকতে বলা হচ্ছে। কেননা যে কেউই তাদের এ অসহায়ত্বের সুযোগ নিয়ে বিপথগামী করার চেষ্টা চালাতে পারে।’ 

১৮ সেপ্টেম্বর সোমবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

আইজিপি বলেন, ‘রোহিঙ্গাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের বিপদে ফেলা অস্বাভাবিক কিছু নয়। তাদের মধ্যে ত্রাণ বিতরণের নামে জঙ্গিবাদও ছড়িয়ে পড়তে পারে। এসব চিন্তা মাথায় রেখেই জেলা প্রশাসনের মাধ্যমে ব্যক্তি, দেশীয় ও বিদেশি উন্নয়ন সংস্থাগুলোকে ত্রাণ তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের ভূখণ্ড কোনো বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না। এটিই বাংলাদেশ সরকারের অবস্থান।’ 

রোহিঙ্গা শরণার্থীদের শিবিরের বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করার পর বিরূপ সমালোচনা অর্থহীন উল্লেখ করে তিনি বলেন, ‘রোহিঙ্গারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লে তাদের ব্যবস্থাপনায় জটিলতা বৃদ্ধি পেতে পারে। তাদের জন্য ডেটাবেজ তৈরি হচ্ছে। সে অনুযায়ীই তারা সুযোগ-সুবিধা পাবে। অন্যদিকে শরণার্থী শিবিরের বাইরে গেলে পুলিশ তাদের আটক করতে পারে। এতে তারা হয়রানির শিকার হতে পারে। সে জন্যই শরণার্থীদের শিবিরের বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, রোহিঙ্গা শরণার্থীরা শিবিরের বাইরে যেতে পারবে না। শিবিরের বাইরে বাসা ভাড়া দেওয়া বা তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শরণার্থী শিবিরের বাইরে কাউকে দেখা গেলে স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধও রয়েছে নির্দেশনায়।

প্রিয় সংবাদ/শান্ত