কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানচিত্র

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দীর মৃত্যু

মো. মিলটন খন্দকার
কন্ট্রিবিউটর, গাজীপুর
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৬
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৬

(প্রিয়.কম) গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এক মহিলা বন্দীর মৃত্যু হয়েছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শুক্কুরী বেগম (৪২) নামে এই বন্দির মৃত্যু হয়।

নিহত শুক্কুরী কুমিল্লার লাকসাম থানার গাজীর মোড়া এলাকার আয়দার আলীর স্ত্রী। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় সপরিবার বসবাস করতেন।

ওই কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, শুক্কুরী ডায়াবেটিসসহ হৃদরোগে ভুগছিলেন। বুধবার রাত আটটার দিকে বুকে ব্যথার কথা বললে প্রথমে তাকে কারা হাসপাতালে, পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, শুক্কুরী ঢাকার ভাসানটেক থানার একটি মাদক মামলায় গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার হলে পরদিন এ কারাগারে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, শুক্কুরী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রিয় সংবাদ/কামরুল