কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাতীয় দলের অনুশীলনে তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা। ছবি: সংগৃহীত

মাশরাফি নয়, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নতুন অধিনায়ক তামিম!

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৭, ১২:৪২
আপডেট: ১৮ জুলাই ২০১৭, ১২:৪২

(প্রিয়.কম) মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ২০১৫ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে নতুন দল হিসেবে প্রথমবার অংশগ্রহণ করেই শিরোপা জয় করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে চতুর্থ আসরে মুখ থুবরে পড়ে দলটি। আসর শেষে পয়েন্ট টেবিলে দলটির অবস্থান ছিল ষষ্ঠ। তাই পেশাদারিত্বের টানে নতুন আইকন ক্রিকেটারকে দলে ভিড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।

মাশরাফির বদলে আসন্ন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ক্রিকেটার হচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার নাফিসা কামাল। শুধু তাই নয়, আগামী আসরে কুমিল্লাকে নেতৃত্বও দেবেন জাতীয় দলের এই ড্যাশিং ওপেনার। সেই সাথে এবার কুমিল্লার কোচের দায়িত্বে থাকবেন স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

মূলত পেশাদারিত্বের কারণেই এবার মাশরাফিকে ছেড়ে তামিমকে আইকন ক্রিকেটার করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যবস্থাপনা পরিচালক নাফিসা কামাল। বেসরকারি একটি টিভি চ্যানেল দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এবারের আসরে কুমিল্লার আইকন ক্রিকেটার ও অধিনায়ক থাকবেন যেকোনো ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক তামিম।

বিপিএলের তৃতীয় আসরে প্রথমবার অংশ নিয়েই মাশরাফির নেতৃত্বে শিরোপা জয়ের স্বাদ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ছবি: সংগৃহীত

বিপিএলের তৃতীয় আসরে প্রথমবার অংশ নিয়েই মাশরাফির নেতৃত্বে শিরোপা জয়ের স্বাদ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ছবি: সংগৃহীত

গত দুই বছর ধরে কুমিল্লায় খেলা আরেক ওপেনার ইমরুল কায়েসকে বিপিএল গভর্নিং কাউন্সিল আইকন ক্রিকেটার বানানোর চেষ্টা করলেও তাকে ছাড়তে নারাজ ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজনের বেশি আইকন ক্রিকেটার রাখতে পারবে না দলে। কিন্তু দুই মৌসুম ধরে কুমিল্লায় খেলা ইমরুলকে ছাড়তে নারাজ দলটি।

হারানো মুকুট ফিরে পেতে বেশ আট-ঘাট বেধেই মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নতুন মৌসুমে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী, কিউই অলরাউন্ডার কলিন মুনরো। লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ, পাকিস্তানের শোয়েব মালিক, ফাহিম আশরাফম, হাসান আলীসহ বেশ কয়েকজন অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে কুমিল্লা। এছাড়াও থাকছে একঝাঁক তরুণ দেশি ক্রিকেটার।

প্রিয় স্পোর্টস/শান্ত