কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলা একাডেমিতে নারীর অধিকার বিষয়ক চেঞ্জমেকার জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: ফোকাস বাংলা

স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের দিনক্ষণ জানায়নি মিয়ানমার সরকার

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৭, ১৮:০০
আপডেট: ১৭ অক্টোবর ২০১৭, ১৮:০০

(প্রিয়.কম) মিয়ানমার সফরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

১৭ অক্টোবর মঙ্গলবার বাংলা একাডেমিতে নারীর অধিকার বিষয়ক চেঞ্জমেকার জাতীয় সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

এর আগে মন্ত্রী জানিয়েছিলেন, অক্টোবর মাসের ২৩ তারিখ মিয়ানমার যাবেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার সরকার আমাদের নিমন্ত্রণ করেছে। আমরা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। যেদিন তারা ডেট ফিক্সড (ঠিক) করে দেবে, সেদিনই আমরা যাব।’

সফরে অলোচ্য বিষয় সম্পর্কে তিনি বলেন, ‘পূর্বনির্ধারিত বিষয়ে আমরা কথা বলব’। সীমান্ত সঙ্কট, বর্ডার কীভাবে চলবে, সে বিষয়ে কিছু সমঝোতা সাইন করা হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়েও সফরে আলোচনা হবে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

রোহিঙ্গা সঙ্কটের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফর বেশ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।   

উল্লেখ্য, গত মাসের ২৪ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইনে সহিংসতা শুরুর পর থেকে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশে।  

প্রিয় সংবাদ/শান্ত