কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জয়পুরহাটে মাদক বহনের দায়ে পুলিশ সদস্যকে পাঁচ বছরের সাজা দিয়েছে আদালত। ছবি: সংগৃহীত

জয়পুরহাটে মাদকের মামলায় পুলিশ সদস্যের পাঁচ বছরের জেল

মিজানুর রহমান মিন্টু
কন্ট্রিবিউটর, জয়পুরহাট
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৩
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৩

(প্রিয়.কম) জয়পুরহাটে ফেনসিডিল বহনের মামলায় এক পুলিশ সদস্যকে পাঁচ বছরের সাজা প্রদান এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন জয়পুরহাট স্পেশাল টাইনাবুনাল ফোর্স আদালতের বিচারক মোহাম্মাদ রাশেদ তালুকদার।

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার জয়পুরহাট স্পেশাল টাইনাবুনাল ফোর্সের আদালত এ রায় প্রদান করে। 

মামলা সুত্রে জানা যায়, ২০১৪ সালের ০৩ মার্চ জয়পুরহাট সদর থানার কর্মরত কনস্টেবল সাখাওয়াত হোসেনকে জয়পুরহাট রেলস্টেশনে ফেনসিডিলসহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) হাতে ধরা পড়ে। তখন জয়পুরহাট স্পেশাল টাইনাবুনাল ফোর্স র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ফেনসিডিলসহ তাবে হাতেনাতে আটক করে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়। এ মামলায় আদালত আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন।

পুলিশ সদস্য শাখাওয়াত নওগাঁর বদলগাছী উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।

প্রিয় সংবাদ/কামরুল