কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেটে হযরত শাহজালাল (রহ:) এর মাজারের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

শাহজালাল (র.) মাজারে ‘জমজমের পানি’ বিক্রি, আদালতের তদন্তের নির্দেশ

ইয়াহ্ইয়া মারুফ
কন্ট্রিবিউটর, সিলেট
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ২০:১৮
আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ২০:১৮

(প্রিয়.কম) সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজারে ডিপ টিবওয়েলের পানিকে ‘পবিত্র মক্কার জমজম কূপে’র পানি বলে বিক্রির মাধ্যমে মানুষের ধর্মীয় বিশ্বাস ও আবেগকে পুঁজি করে ফায়দা লুটছে একটি মহল।

১৯ নভেম্বর রোববার এ প্রতারণার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রত্যাশায় সিলেটের মূখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে একটি আবেদন করেন।

নগরীর কদমতলীর দরিয়া শাহ মাজার রোডের এইচ এম আব্দুর রহমানের করা আবেদন আমলে নিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মূখ্য মহানগর হাকিম আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান প্রিয়.কমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

৩০ নভেম্বরের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

৩০ নভেম্বরের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত 

তিনি বলেন, আদালত অভিযোগ আমলে নিয়ে ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপ-পরিচালককে আগামী ৩১ নভেম্বরের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

অভিযোগে এইচ এম আব্দুর রহমান বলেন, গত ১০ অক্টোবর বিকেল আনুমানিক সাড়ে তিনটায় হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে আসরের নামাজ আদায় করেন। পরে মাজার জেয়ারত ও মোনাজাত শেষে মাজারের পশ্চিম দিকে গিয়ে দেখেন ‘পবিত্র মক্কার জমজম কূপে’র পানি বিক্রি করা হচ্ছে। তিনি সরল বিশ্বাসে দুই বোতল পানি কিনে বাসায় নিয়ে যান।

গত ৩১ অক্টোবর বেসরকারি টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদন দেখে তিনি জানতে পারেন, একটি মহল স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গভীর নলকূপের মাধ্যমে পাম্পের সাহায্যে তোলা পানিকে জমজমের পানি বলে প্রচার ও  বিক্রি করছে। এরপর তিনি বেশ কয়েকজন আলেমের সঙ্গে আলাপ করে নিশ্চিত হন যে, এই কূপের সঙ্গে মক্কার জমজম কূপের কোনো সংযোগ নেই।

তিনি মনে করেন, মানুষের ধর্মীয় বিশ্বাস ও আবেগকে পুঁজি করে প্রতারণা করছে একটি মহল। এমন প্রতারণার প্রতিকার চান তিনি।

আর কোনো ধর্মপ্রাণ মানুষ যেন প্রতারিত না হয় সে জন্য আদালতের পদক্ষেপ প্রত্যাশা করেন আবদুর রহমান।

প্রিয় সংবাদ/কামরুল