কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টেসলা সেমি ট্রাক। সংগৃহীত ছবি

দেখতে স্পেসশিপের মতো হলেও এটিই টেসলা’র সেমি ট্রাক

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৭, ১২:১৪
আপডেট: ১৮ নভেম্বর ২০১৭, ১২:১৪

(প্রিয়.কম) মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ১৬ নভেম্বর বৃহস্পতিবার সেমি ট্রাক উন্মোচন করেছে। প্রতিষ্ঠানের দাবি, এই ইলেকট্রিক সেমি ট্রাক বাজারের অন্য যেকোনো ডিজেল চালিত ট্রাকের তুলনায় বেশি দক্ষ। গত ২৬ অক্টোবর উন্মোচনের কথা থাকলেও মডেল ৩ এর সরবরাহ জটিলতা কাটিয়ে উঠতে এবং হারিকেন বিধ্বস্ত পুয়ের্তো রিকো’র জন্য আরও বেশি ব্যাটারি তৈরির জন্য তারিখ পিছিয়ে দিয়েছিলেন মাস্ক।

এই সেমি ট্রাক একবার চার্জেই ৫০০ মাইল চলতে সক্ষম। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ইলোন মাস্ক জানান, ২০১৯ সাল থেকে এই ট্রাক উৎপাদনে যাবে এবং ৫ হাজার ডলারে বুকিং দেওয়া যাবে। এই সেমি ট্রাকের চালকের আসনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। চালকের সিটের দুই পাশে রয়েছে টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে যাতে করে চালকের মনিটরিং করতে কোনো সমস্যায় পড়তে না হয়। 

টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক এই ট্রাক উদ্বোধন এর সময় বলেন, ‘এটি যে কোনো ট্রাকের মতো নয় যা আপনি কখনো চালিয়েছেন’। 

সূত্র: বিবিসি, বিজনেস ইনসাইডার

প্রিয় টেক/আশরাফ