কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টেসলা পাওয়ার ব্যাংক। সংগৃহীত ছবি।

ফোনের জন্য পাওয়ার ব্যাংক আনল টেসলা

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৭, ১০:১৩
আপডেট: ২১ নভেম্বর ২০১৭, ১০:১৩

(প্রিয়.কম) ইলেকট্রিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা সম্প্রতি সেমি ট্রাক এবং নতুন গাড়ি উন্মুক্ত করেছে। এসবের বাহিরেও প্রতিষ্ঠানটি নতুন পণ্য বের করেছে। ফোন বা অন্য ডিভাইস চার্জিংয়ের জন্য পাওয়ার ব্যাংক উন্মুক্ত করেছে টেসলা। 

নতুন এই ব্যাটারি প্যাকটিকে টেসলা’র ক্যালিফোর্নিয়ায় প্রধান কার্যালয়ের সামনের সুপারচার্জার মনুমেন্টের আকৃতি দেওয়া হয়েছে। আর কার্যক্ষমতার কথা বলতে গেলে, এই ব্যাটারি প্যাকে আছে বিল্টইন ইউএসবি এবং লাইটনিং কর্ড। ফলে গ্রাহককে ডিভাইস চার্জ করার জন্য আলাদা কোন কর্ড বা তার ব্যবহারের প্রয়োজন পড়বে না। 

টেসলা জানিয়েছে, এই ব্যাটারি প্যাকে সিঙ্গেল ১৮৬৫০ সেল ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারিতে ৩৩৫০ এমএএইচ ক্যাপাসিটি রয়েছে। আর এই ব্যাটারি প্যাকের আউটপুট ৫ ভোল্ট বা ১৫ অ্যাম্পিয়ার। টেসলার এই পাওয়ার ব্যাংকের দাম ধরা হয়েছে ৪৫ মার্কিন ডলার। 

সূত্র: টেকক্রাঞ্চ 

প্রিয় টেক/আশরাফ