কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টেকনাফের অস্থায়ী আশ্রয়কেন্দ্র। ছবি সংগৃহীত

টেকনাফে দিনে লাখ টাকার সিগারেট-বিড়ি বিক্রি

ইতি আফরোজ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৯
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৯

(প্রিয়.কম) কক্সবাজার এলাকায় মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামার পর থেকে এ অঞ্চলের স্থানীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। 

টেকনাফে তিনদিনে ৩ লাখ টাকার সিগারেট এবং বিড়ি বিক্রি হয়েছে। অর্থাৎ দিনে লাখ টাকার সিগারেট ও বিড়ি বিক্রি হয়েছে বলে টেকনাফে কর্মরত সিগারেট কোম্পানির ডিলারদের কাছ থেকে জানা গেছে। 

ফলে বাড়তি জনসংখ্যার চাপকে অজুহাত হিসেবে ব্যবহার করেও দোকানিরা দাম বাড়াচ্ছে বিভিন্ন পণ্যের। 

স্থানীয়রা বলছেন, স্থানীয় বাজারের চাল, মাছ থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে।

এদিকে টেকনাফের স্থানীয় বাসিন্দা এবং বাংলা একাডেমীর আজীবন সদস্য আদিল চৌধুরি জানান, এ উপজেলায় রোহিঙ্গাদের বড় একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র রয়েছে । এছাড়া প্রায় প্রতিদিনই মিয়ানমার থেকে নতুন নতুন মানুষের আগমন অব্যহত রয়েছে।  

এতে স্থানীয় বাজারে প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, ডাল, মাছ আর আলুর দামও বাড়িয়ে দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। তবে প্রচুর পরিমাণে বিক্রিও হচ্ছে।

এছাড়া আদিল চৌধুরীর দাবি, প্রয়োজনীনের তুলনায় বাজারে পণ্যের সরবারহ বাড়েনি। ফলে দাম বাড়ানোর জন্য সেটিও দায়ী।    

তবে রোহিঙ্গা শরণার্থীদের আসার ফলে বাংলাদেশের স্থানীয় শ্রমিকদের জন্য বাজার সংকুচিত হয়ে পড়েছে। আর এ পরিস্থিতিতে স্থানীয় মানুষদের ভোগান্তি বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

সূত্র: বিবিসি

প্রিয় সংবাদ/আশরাফ