কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তামিম ইকবালের বাসায় ক্রিকেটারা। ছবি: সংগৃহীত

মেজবানি ভোজে মুশফিকদের মেহমানদারি করলেন তামিম

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪১
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪১

(প্রিয়.কম) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তামিম ইকবালের পরিবার চট্টগ্রামে থাকা ক্রিকেটারদের আতিথেয়তা দেবেন, তা ঠিক করা ছিল আগেই। তবে দুই ভাগে চট্টগ্রামে আসা ক্রিকেটারদের নিয়ে আয়োজনটা ঠিক কখন হবে তা নিয়েই ছিল সিদ্ধান্তহীনতা। শেষ পর্যন্ত রাতে মেজবানি ভোজের মধ্য দিয়ে সব ক্রিকেটারকেই আতিথ্য দিলেন খান পরিবার। বাদ যাননি কোচিং স্টাফরাও।

ঈদের দিন খানিকটা অনুশীলন সেরে সন্ধ্যায় তামিমের কাজীর দেউড়ির বাসায় যান প্রথম ধাপে চট্টগ্রামে আসা ছয় ক্রিকেটার-নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মুমিনুল হক। সঙ্গে ছিলেন কোচিং স্টাফরাও।

ঢাকায় ঈদ পালন করা মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং তাইজুল ইসলামসহ আট ক্রিকেটার চট্টগ্রামে পৌঁছান রাত ৯.৩০টায়। টিম হোটেলে ব্যাগ রেখে ১০টার দিকে তারাও ছুটে যান তামিমের বাসায়।

তামিম এবং তার চাচা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান তাদের অভ্যর্থনা জানান। সবাই মিলে সময়টা দারুণভাবে উপভোগ করেছেন। সতীর্থদের মেহমানদারি করেন তামিম। খাওয়া-দাওয়ার পর বেশ আড্ডা হয়।

সোমবারই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

প্রিয় স্পোর্টস/ মিজান