কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

নেই তামিম-মুস্তাফিজ, টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৭, ১৩:৫৫
আপডেট: ১৫ অক্টোবর ২০১৭, ১৩:৫৫

(প্রিয়.কম)  দুই ম্যাচ টেস্ট সিরিজে পরাজয়ের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। রোববার কিম্বার্লিতে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা।

অনুশীলনে গোড়ালি মচকে যাওয়ায় প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র বাঁ-হাতি মুস্তাফিজুর রহমান। দলের জন্য আরও খারাপ খবর হল, এখনও শতভাগ ফিট হতে পারেননি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সে কারণেই এই ম্যাচে তিনিও থাকছেন না।

দলে নেই আরেক ওপেনার সৌম্য সরকারও। তবে সাদা পোশাকের টেস্টে বিশ্রামে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশ্য ফিরেছেন ওয়ানডে সিরিজে। টেস্টের পর ওয়ানডেতেও নাসিরের ভাগ্যদেবী চোখ তুলে তাকিয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে জায়গা পাওয়ার পর প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট দলে ছিলেন না। পরবর্তীতে ওয়ানডে দলে জায়গা হয় তার। রোববারের ম্যাচে একাদশেও জায়গা হল এই ব্যাটিং অলরাউন্ডারের। 

নাসিরের পাশাপাশি টিম ম্যানেজমেন্ট সুখবর দিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। ডানহাতি এই মিডিয়াম পেসার বাংলাদেশের হয়ে এই ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক করতে যাচ্ছেন। এছাড়া প্রোটিয়া দলে অভিষেক ঘটেছে ড্যান প্যাটারসনের।

কিম্বার্লিতে বাংলাদেশ সময় দুপুর দুইটায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হচ্ছে।

বাংলাদেশ দল:

লিটন কুমার দাস, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

দক্ষিণ আফ্রিকা দল:

ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা), হাশিম আমলা, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ইমরান  তাহির, ডেভিড মিলার, ড্যান প্যাটারসন, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, আন্দিলে ফেলুকওয়ায়ো।