কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

সিলেট যাচ্ছে বিপিএল

শান্ত মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০১৭, ১৯:৪৯
আপডেট: ২৫ মে ২০১৭, ১৯:৪৯

(প্রিয়.কম) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বয়স কম হলো না। ২০১২ সাল থেকে যাত্রা শুরু হয়েছে ঘরোয়া টি-টোয়েন্টির জমজমাট আসরের। এরইমধ্যে অনুষ্ঠিত হয়েছে চারটি আসর। এই চারটি আসরের খেলাগুলো আয়োজন করেছে মোট চারটি ভেন্যু। একটি আসর ছাড়া বিপিএলের প্রতি আসরে দুটি করে ভেন্যুতে বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয়বারের মতো সংখ্যাটা তিনে যাচ্ছে।

বিপিএলের ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। আগামী নভেম্বরে মাঠে গড়াতে যাওয়া বিপিএলের পঞ্চম আসরে মিরপুর, চট্টগ্রামের সাথে সিলেটকেও ভেন্যু হিসেবে রাখা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। যদিও এটা এখনো সম্ভাবনার পর্যায়ে আছে। 

ক্রিকেটারদের আবাসন, যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হলে সবুজের মাঝে নয়নাভিরাম এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এ বিষয়ে বলেন, ‘সিলেটের স্টেডিয়ামটা যে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত।’

তবে ম্যাচ আয়োজনের জন্য শুধু মাঠ প্রস্তুতি থাকলেই যে চলবে না সেটাও মনে করিয়ে দিলেন তিনি, ‘শুধু ভেন্যু থাকলেই হবে না, যাতায়াত, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা এবং নিরাপত্তার ব্যাপারটাও দেখতে হবে। বিপিএল যে মাপের টুর্নামেন্ট, এখানে কিন্তু আন্তর্জাতিক সিরিজের সব ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়। সেই দিক থেকে বলতে গেলে, সিলেটে খেলা নিয়ে কিছুটা সমস্যা আছে।’

আবাসন ব্যবস্থার স্বল্পতাকে বড় সমস্যা বলছেন ইসমাইল হায়দার, ‘সেখানে হোটেল আছে মাত্র একটা। যেখানে হয়তো চারটা দল থাকতে পারবে। আমরা একটা রিসোর্ট পেয়েছি। খোঁজ খবর নিতে হবে। সব দিক চিন্তা করে আমরা হয়তো সিলেটের স্টেডিয়ামটা আরো একবার রিভিউ করবো। আমরা হয়তো তিন চার দিনের জন্য খেলাটা সিলেটে নিবো।’ 

বিপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরের আসরে মিরপুরের পাশাপাশি ম্যাচ অনুষ্ঠিত হয় খুলনার আবু নাসের স্টেডিয়াম ও চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। তৃতীয় ও চুতর্থ আসরের খেলা মিরপুর ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সেই তালিকায় এবার সিলেট নামটি যোগ হতে যাচ্ছে।