কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজশাহী কিংস। ছবি: প্রিয়.কম

টসে হারল সিলেট, ফিল্ডিংয়ে রাজশাহী

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৭, ১৯:০৩
আপডেট: ০৭ নভেম্বর ২০১৭, ১৯:০৩

(প্রিয়.কম) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে প্রথম দুই ম্যাচেই জয়ের দেখা পেয়েছে সিলেট সিক্সার্স। শুধু তাই নয়, দুই ম্যাচেই টস জেতেছে সিলেটের অধিনায়ক নাসির হোসেন। কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি নাসিরের। এই ম্যাচে টস জিতেছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করেছে সিলেট। দু'টি ম্যাচেই জয়ের দেখা পায় দলটি। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারায় তারা। তৃতীয় ম্যাচে টস হারায় আগে ব্যাট কর‍তে হচ্ছে নাসির হোসেনের দলকে।

অন্যদিকে রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে হয়েছিল রাজশাহী কিংসকে। ওই ম্যাচে ছয় উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে ড্যারেন স্যামির দল। রাজশাহী অধিনায়ক স্যামি অবশ্য জানিয়েছিলেন, টস জিতলে আগে ফিল্ডিং নিতেন তিনি। দ্বিতীয় ম্যাচে টস জিতেই আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন তিনি। এই ম্যাচে সিলেটকে হারিয়ে জয়ে ফিরতে চায় গেল আসরের রানার্স আপরা।

সিলেট সিক্সার্স: নাসির হোসেন (অধিনায়ক), উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস হুইটলি, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, লিয়াম প্ল্যাঙ্কেট, তাইজুল ইসলাম, আবুল হাসান রাজু ও কামরুল ইসলাম রাব্বি।

রাজশাহী কিংস: মুমিনুল হক, রনি তালুকদার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লুক রাইট, সামিত প্যাটেল, জেমস ফ্রাঙ্কলিন, ড্যারেন স্যামি (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, কেসরিক উইলিয়ামস ও হোসেন আলী।