কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রান নিতে দৌড়াচ্ছেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান। ছবি: এএফপি

‘এমন পারফরম্যান্স বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য বিপদ সংকেত’

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৭, ০৯:০৬
আপডেট: ২৩ অক্টোবর ২০১৭, ০৯:০৬

(প্রিয়.কম) গেলো আড়াই বছরের বাংলাদেশ ক্রিকেট আর বর্তমান বাংলাদেশ ক্রিকেটকে কিছুতেই এক করা যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ‘বদলে যাওয়া দল’কে। যে বাংলাদেশ দেশের মাটিতে টানা সিরিজ জিতেছে সেই বাংলাদেশই এখন ব্যর্থতার পাহাড়ের নিচে চাপা পড়ে আছে। দক্ষিণ আফ্রিকা সিরিজে নূন্যতম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি মাশরাফি বিন মুর্তজা-মুশফিক রহিমরা। শুধু এই সিরিজ নয়, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই ব্যর্থতাকে বাংলাদেশ ক্রিকেটের বড় বিপৎসংকেত হিসেবে মনে করছেন।

দুই ম্যাচ টেস্ট সিরিজে বাজেভাবে হারার পর সমর্থকদের আশার জায়গা ছিল ওয়ানডে। কিন্তু সেখানেও তিন ম্যাচ সিরিজের প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে মাশরাফিরা। প্রথম ওয়ানডেতে ১০ উইকেট, দ্বিতীয় ম্যাচে ১০৪ ও সিরিজের শেষ ম্যাচে ২০০ রানে হেরে হোয়াইট ওয়াশের লজ্জা পেয়েছে বাংলাদেশ।

রোববার তৃতীয় ওয়ানডে শেষে সাংবাদিক সম্মেলনে এসে সিরিজ নিয়ে বিশ্লেষণে মাশরাফি বলেন, ‘আমরা যখন উইকেট দেখেছি, আমাদের মনে হয়েছে এখানে আমরা ২৮০-৩০০ রান করতে পারবো। কিন্তু ব্যাটসম্যানরা পুরোপুরি হতাশ করেছে। সাকিব (আল হাসান) ও সাব্বির (রহমান) কিছুটা চেষ্টা করেছে কিন্তু দ্রুত উইকেট পড়া আমাদের জন্য ম্যাচটা একেবারেই অসম্ভব করে দিয়েছে।’

পুরো সিরিজ জুড়েই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের এমন উল্লাস দেখা গেছে।

পুরো সিরিজ জুড়েই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের এমন উল্লাস দেখা গেছে। ছবি: সংগৃহীত

এমন পারফরমেন্স ভবিষ্যতের জন্য খারাপ মনে করে এই পেসার বলেন, ‘আমার মনে হয় ব্যাটিং-বোলিং কোনটিতেই আমাদের আত্মবিশ্বাস ছিল না। গেল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ব্যাটসম্যান-বোলাররা দায়িত্ব নিয়ে খেলছে না। কেন এমন হচ্ছে তা জানা প্রয়োজন। দরকার হলে ক্রিকেটারদের সাথে ব্যক্তিগতভাবে কাজ করতে হবে। এটা লম্বা সময়ের কাজ হলেও শিগগিরই ঠিক করতে হবে। সামনেই বিশ্বকাপ। এমন পারফরমেন্স বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য বিপদ সংকেত।’

তবে এখনও আশা ছাড়ছেন না ওয়ানডে অধিনায়ক। সামনে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে দল ভালো কিছু করবে আশা করে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মাশরাফি বলেন, ‘যত দূর জানি, শ্রীলঙ্কা কদিন আগে (গত জানুয়ারিতে) দক্ষিণ আফ্রিকায় এসে টেস্ট-ওয়ানডে হারের পরও টি-টোয়েন্টি জিততে পেরেছিল (সিরিজ)। আমার কাছে মনে হয় টি-টোয়েন্টিতে ওদের হারানো সম্ভব। ওরা কিছু খেলোয়াড়কে বিশ্রামও দিতে পারে। টি-টোয়েন্টিতে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে খেলেছিলাম সেভাবে সবাই খেলতে পারলে জেতা সম্ভব।’

প্রিয় স্পোর্টস