কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

ধর্মঘট দুঃখজনক, আদালতে বক্তব্য দিন: আইনমন্ত্রী

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২৩
আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২৩

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

(প্রিয়.কম) পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘটকে দুঃখজনক আখ্যায়িত করে আইনমন্ত্রী আনিসুল হক শ্রমিকদের বক্তব্য আদালতে উপস্থাপনের পরামর্শ দিয়েছেন।

২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই আহ্বান জানান। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ধর্মঘটে আদালত অবমাননা হচ্ছে কি না তা আদালতের বিবেচ্য বিষয় বলে মন্তব্য করে আনিসুল হক বলেন, পরিবহন শ্রমিকদের উদ্দেশে বলতে চাই, জনগণকে কষ্ট না দিয়ে আপনারা আদালতে এসে আপনাদের বক্তব্য তুলে ধরেন। আপনাদের বক্তব্য যদি যুক্তিসংগত হয়, তবে তা দেখা হবে। যুক্তিসংগত না হলে দেখা হবে না।’

সেসময় মন্ত্রী কুনিও হত্যা মামলার রায়কে বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে খুনের মামলা শেষ করার উদাহরণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, ‘এই রায়ের মাধ্যমে বিচারিক আদালতে যে গতি এসেছে, তাতে নতুন করে আর মামলাজট হবে না।’

রাজন ও রাকিব হত্যা মামলাও দ্রুততম সময়ে সম্পন্ন করা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করব এভাবে প্রত্যেক মামলা নজরদারিতে রাখার। নজরদারিতে থাকলে দ্রুত মামলা শেষ করা যায়।’

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

প্রিয় সংবাদ/জন/কামরুল