কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের বিপক্ষে আউট হওয়ার পর মাঠ ছাড়ছেন স্টিভেন স্মিথ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে হার এখনও ভুলতে পারেননি স্মিথ

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৭
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৭

(প্রিয়.কম) দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অজিদের হারিয়ে তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই জয় শুধু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসই নয়, জায়গা করে নিয়েছে স্টিভেন স্মিথের মনেও। ঢাকা টেস্টের সেই হারের দুঃস্মৃতি এখনও পোড়ায় অস্ট্রেলিয়া অধিনায়ককে।

হারের ক্ষতে প্রলেপ হয়ে এসেছিল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়। চট্টগ্রাম টেস্ট জয় নিয়ে ১-১ সমতায় বাংলাদেশ সফর শেষ করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পর এই মুহূর্তে ভারত সফরে রয়েছে স্টিভেন দল। ভারতেও তাদের শুরুটা ভালো হয়নি। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে পড়েছে স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নাররা।

কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিরাট কোহলির দলের মুখোমুখি হয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে স্মিথের কণ্ঠেই উঠে এলো বাংলাদেশের বিপক্ষে হারের কথা। নিজেই জানালেন, ক্রিকেটে অনেকটাই উন্নতি করছে বাংলাদেশ। সাকিব-তামিমদের সেই উন্নতি ভালোভাবেই টের পেয়েছে তার দল।

অজি অধিনায়ক বলেন, 'অন্যান্য দেশগুলো এখন অনেক উন্নতি করেছে। তারাও ভালো ক্রিকেট খেলছে। যদি তাদের নাম বলতে হয় সবার আগে বাংলাদেশের নাম উঠে আসবে। কয়েকদিন আগেই আমাদের বিপক্ষে তারা টেস্ট ম্যাচ জিতেছে। এ ছাড়াও আফগানিস্তান রয়েছে। সম্প্রতি টেস্ট খেলার যোগ্যতা পেলেও তারা অসাধারণ কিছু ক্রিকেটার তৈরি করছে।'