কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিরপুর একাডেমি মাঠে শ্রীলঙ্কার কোচ চান্দিকা হাতুরুসিংহে। ছবি: প্রিয়.কম

‘হাতুরুসিংহের হাত ধরেই ঘুরে দাঁড়াবে শ্রীলঙ্কা’

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৮, ১৭:২৮
আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮, ১৭:২৮

(প্রিয়.কম) শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার পর চান্দিকা হাতুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু কোচের ভূমিকায় তার স্বদেশ প্রত্যাবর্তনটা মোটেও ভালো হয়নি। হাতুরুসিংহের শিষ্যরা ম্যাচটা হেরেছেন ১২ রানে। এই এক ম্যাচেই প্রতিফলিত হয়েছে ওয়ানডেতে লঙ্কানদের দৈন্যদশা, যার শুরু গত বছর থেকে। তবে অ্যাঞ্জেলো ম্যাথুসদের ব্যাটিং কোচ থিলান সামারাবিরা বলছেন, অতীতের ব্যর্থতা পেছনে ফেলে হাতুরুসিংহের অধীনেই ঘুরে দাঁড়াবে শ্রীলঙ্কা। 

২০১৭ সালে  ২৯টি ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কা, যার মধ্যে জয় পেয়েছে কেবল চারটিতে। একটি পরিত্যক্ত ও বাকি ২৪টিতেই লঙ্কানদের সঙ্গী হয়েছে হার।

শুক্রবার ১৯ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশ। এই ম্যাচের আগে দুপুর ১২টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লঙ্কানদের গেল বছরের ওয়ানডে পারফরম্যান্সের কথা মনে করিয়ে দেওয়া হলো সামারাবিরাকে।

তবে নিজের সহকর্মী হাতুরুসিংহেকে নিয়ে আশাবাদী সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটার। তিনি বলেন, ‘গত বছর ওয়ানডেতে আমরা খুব বাজে সময় পার করেছি। কিন্তু এখন আমরা হাতুরুসিংহের অধীনে আছি। ভিন্ন একটা দল গড়ার চেষ্টায় আছি। আশা করছি এই বছর পরিস্থিতি বদলে যাবে।’

সবেমাত্র শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিয়েছেন হাতুরুসিংহে। রাতারাতি তিনি সব কিছু বদলে দেবেন, এমনটা ভাবেন না সামারাবিরাও। আপাতত জিম্বাবুয়ের বিপক্ষে হারের দুঃসহ স্মৃতি কাটিয়ে পরবর্তী ম্যাচেই মনোযোগ দিতে চায় শ্রীলঙ্কা। এমনটা জানিয়ে তিনি বলেন, ‘ইতিবাচক ব্যাপার হচ্ছে, আমাদের হাতে এখনো তিন ম্যাচ আছে। প্রথম ম্যাচটা আমরা যোগ্যতা অনুযায়ী খেলতে পারিনি। তবে আশা করছি পরের ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াব।’

দীর্ঘদিন বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব ছিলেন সামারাবিরা। এর পর ২০১৭ সালের নভেম্বরে তিনি যোগ দেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসেবে। এবার এই লঙ্কানের প্রতিপক্ষ তার সাবেক শিষ্যরা।

‘কীভাবে দেখছেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে?’-এক সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে সামারাবিরা বলেন, ‘আশা করছি ভালো একটা ম্যাচ হবে। মিরপুরে প্রায় ১৮ মাস পর ফিরে এসে বেশ ভালো লাগছে। চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছি। দুই-একটা ম্যাচে ফলাফল বিপক্ষে যেতে পারে। তবে সেখান থেকেও শেখার আছে অনেক কিছু। পরের ম্যাচে আমরা সেরাটা খেলেই ভালো ফলাফল আনব বলে আমার বিশ্বাস।’

প্রিয় স্পোর্টস/আ ই