কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। ছবি: বিসিবি

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে আজ

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪০
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪০

(প্রিয়.কম) নয় বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১৬ সেপ্টেম্বর শনিবার ৪৩ দিনের জন্য দেশ ছাড়ছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের সদস্যরা। তবে দলটি দুই ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা করবে।

আজ সকাল ১০টায় এমিরেটস এয়ারলাইন্সে দেশ ছাড়বেন দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও তিন খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, লিটন দাস। বাকি ক্রিকেটাররা যাবেন সন্ধ্যা সাড়ে ৭টায়। ঢাকা থেকে দুবাই হয়ে জোহানেসবার্গ যাবেন ক্রিকেটাররা।

ওয়ালশ ছাড়া বাকি কোচিং স্টাফরা এখন ছুটিতে থাকায় বাকিরা সরাসরি দলের দক্ষিণ আফ্রিকায় দলের সাথে যোগ দেবেন। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়া তামিম ইকবালও সরাসরি দক্ষিণ আফ্রিকা চলে যাবেন। সীমিত ওভারের দলের সদস্যরা অক্টোবরের প্রথম দিকে দেশ ছাড়বেন।

এদিকে সকাল ১১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের পূর্ণাঙ্গ সফর ২১ সেপ্টেম্বর বেনোনিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে। প্রথম টেস্ট ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে, দ্বিতীয় টেস্ট ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে। টেস্টের পর তিনটি ওয়ানডে ও দুটি টি- টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

প্রিয় স্পোর্টস/আশরাফ