কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

তামিম-মুস্তাফিজ না থাকায় দক্ষিণ আফ্রিকার সুবিধা দেখছেন ডুমিনি

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৭, ১০:০৭
আপডেট: ২২ অক্টোবর ২০১৭, ১০:০৭

(প্রিয়.কম) দুই ম্যাচ টেস্ট সিরিজের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু মুখ রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। ওপেনার তামিম ইকবাল ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে হারিয়ে এমনিতেই অনেকটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল, তার উপর বাংলাদেশের এই দুর্বলতাকেই কাজে লাগানোর হুমকি দিয়ে রেখেছেন অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার জেপি ডুমিনি।

শনিবার অনুশীলন শেষে রোববারের ম্যাচ পূর্ববর্তী সাংবাদ সম্মেলনে এসে তামিম-মুস্তাফিজ না থাকায় দক্ষিণ আফ্রিকার সুবিধা হবে জানিয়ে ডুমিনি বলেন, ‘বাংলাদেশের জন্য এটা বড় ক্ষতি। দুজনই তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারা না খেললে আমাদেরই সুবিধা। তাদের নিয়ে চিন্তা করতে হবে না। আমরা দুটি অসাধারণ ম্যাচ খেলেছি, তার মানে এই নয় যে আমরা লক্ষ্য থেকে সরে গেছি। আমাদের লক্ষ্য এখনো মাঠে গিয়ে ভালো খেলা এবং ৩-০ ব্যবধানে সিরিজ জেতা।’

নিজেদের লক্ষ্যটা জানিয়ে দিলেও বাংলাদেশকেও দুর্বল ভাবছেন না ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। রোববারের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে সতর্ক ডুমিনি বলেন, ‘বাংলাদেশ এমন একটা দল, যারা সব সময়ই সেরাটা দিতে চায়। তাদের বিপক্ষে কিছু ক্ষেত্রে সব সময়ই আমাদের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। গত দুই ম্যাচে আমরা এই দিকগুলো নিয়ে সচেতন থেকেছি। কালও (রোববার) আমরা ওরকম মানসিকতা নিয়ে খেলতে নামব। ছোট সংস্করণের ক্রিকেটে বাংলাদেশ সব সময়ই চ্যালেঞ্জ জানানোর মতো দল। কিন্তু গত দুই ম্যাচে আমরা যেভাবে আমাদের কাজগুলো করতে পেরেছি, তাতে আমি আসলেই খুব খুশি।’

সিরিজে টানা হারলেও শেষ পর্যন্ত হাল ছাড়বেন না বাংলাদেশের ক্রিকেটাররা, এটাও বিশ্বাস করেন ডুমিনি। সেটা মনে করেই তিনি বলেন, ‘আমার ধারণা বাংলাদেশ শেষ ম্যাচে নিজেদের প্রমাণের একটা চেষ্টা চালাবে। তারা যেকোন সময় ঘুরে দাঁড়াতে পারে। আমরা সিরিজ জুড়েই তাদের উপর আধিপত্য বিস্তার করছি এবং আমরা সেটা শেষ পর্যন্ত ধরে রাখতে চাই। আগেই বলেছি, আমাদের লক্ষ্য সিরিজটা ৩-০ ব্যবধানে শেষ করা।’

প্রিয় স্পোর্টস/মিজান