কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সনি আগামী মাসে নতুন এ রোবট জনসমক্ষে উন্মোচন করার পরিকল্পনা করছে। ছবি: সংগৃহীত।

বাসাবাড়িতে কাজে সহায়তা করবে সনির নতুন কুকুর রোবট

আরিফ আরমান বাদল
সহ-সম্পাদক, বিজনেস এন্ড টেক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৭, ২৩:৩০
আপডেট: ২৪ অক্টোবর ২০১৭, ২৩:৩০

(প্রিয়.কম) বাসাবাড়িতে কাজে সহায়তা করতে পারে এমন রোবট কুকুর তৈরি করছে সনি। সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে সনি আগামী মাসে নতুন এ রোবট জনসমক্ষে উন্মোচন করার পরিকল্পনা করছে। এর আগে এআইবিও(এইবো) সিরিজের আওতায় ৯০ দশক এবং বিংশ শতকের শুরুতে রোবট কুকুর উন্মুক্ত করেছিল সনি। তারই ধারাবাহিকতায় নতুন এ রোবট উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

নতুন এই কুকুরের নড়া চড়ায় উন্নতরূপ দেওয়া হয়েছে। তাছাড়া এতে ইন্টারনেট সংযোগ যুক্ত করা হয়েছে যাতে এটি বাসা বাড়ির সকল কাজে সহায়তা করতে পারে। তবে কুকুরটির নাম কি হবে, তা এখনও জানা যায়নি। তাছাড়া রোবটটির দামও এখনও জানায়নি সনি। পূর্বেকার এইবো রোবটগুলো ২,৫০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

এইবো সিরিজের রোবটগুলো বাণিজ্যিকভাবে জনপ্রিয়তা না পাওয়ায় ২০০৬ সালে এর উৎপাদন বন্ধ করে দেন সনির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা হাওয়ার্ড স্ট্রিঙ্গার। কয়েক বছর ধরে এক্সপেরিয়া ক্যাম্পেইনের অংশ হসেবে এইবোকে উপস্থাপন করা হচ্ছে। সম্প্রতি সনির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এইবো রোবটের অনেকগুলো মডেল প্রদর্শিত হয়েছিল।

সূত্র: দ্য ভার্জ 

 প্রিয় টেক/মিজান