কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অভিনেতা মীর সাব্বির। ছবি : সংগৃহীত

'মাঝে মাঝে বাসায় লুঙ্গি পরা হয়'

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৮, ২০:৩৮
আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮, ২০:৩৮

(প্রিয়.কম) বাংলাদেশের অন্যতম তুখোড় অভিনেতা মীর সাব্বির। শুধু অভিনয়েই নয়, পোশাক নির্বাচনেও রয়েছে তার দারুণ দক্ষতা। সব ধরনের পোশাকেই যেন তাকে সুন্দর মানিয়ে যায়। ফ্যাশন এবং স্টাইল নিয়ে প্রিয়.কমের সঙ্গে কথা হয় মীর সাব্বিরের। তিনি আমাদের জানিয়েছেন নিজের ব্যক্তিগত ফ্যাশন, স্টাইল, পছন্দের কেনাকাটা, ভালোলাগার ব্র্যান্ড এবং গেটআপ সম্পর্কে।

প্রিয়.কম : রেগুলার কী ধরনের প্রসাধনী ব্যবহার করছেন? 

মীর সাব্বির : এ ব্যাপারে নারীরা বেশি সচেতন, তবে ইদানীং পুরুষরাও সচেতন হচ্ছে। শীতে আমাদের বাংলাদেশের মেরিল লিপ জেল ব্যবহার করি। আর ছোটবেলা থেকে নেভিয়া ক্রিম ব্যাবহার করতাম। এখনো তা-ই ব্যবহার করি। আমি নিজেকে সব সময় নরমাল লুকে রাখার চেষ্টা করি।

প্রিয়.কম : কী ধরনের পোশাক পরতে ভালো লাগে আপনার?

মীর সাব্বির : কমফোর্টেবল পোশাক আমি বেশি পরি। কমফোর্টেবল গেঞ্জি, টি-শার্ট, শার্ট সবই পরি। মাঝেমাঝে বাসায় লুঙ্গি পরা হয়। আর অভিনয়ের জন্য তো পরতেই হয়। গরমের দিনে পোলো টি-শার্ট পরি বেশি। কলার টি-শার্ট বেশ পছন্দ।

প্রিয়.কম : কেমন প্যান্ট আপনার পছন্দ?

মীর সাব্বির : সুতি ফেব্রিকের প্যান্ট পরতে ভালো লাগে। খাকি, ডার্ক নীল ও ব্রাউন রঙের গ্যাবার্ডিনও পছন্দ। জিন্সের ক্ষেত্রে নীল ভালো লাগে। ডেনিম জিন্স বেশি পছন্দ করি। বাংলাদেশের ‘নয়ার’ ও ‘ইয়েলো’ থেকেও প্যান্ট কেনা হয়।

প্রিয়.কম : আপনার পছন্দের রং কী?

মীর সাব্বির : নীল, সাদা এবং কালো।

নীল রঙের শার্ট আর সাদা শর্টসে সাব্বির। ছবি : সংগৃহীত

প্রিয়.কম : কী ধরনের সুগন্ধি ভালো লাগে?

মীর সাব্বির : পারফিউম আমার ভালো লাগে। গুচির পারফিউটা বেশ ভালো।

প্রিয়.কম : ওয়ালেট ব্যবহার করতে কেমন লাগে আপনার? 

মীর সাব্বির : ওয়ালেট নিয়ে খুব একটা ফ্যাসিনেশন নেই। কালো লেদারের একটা ওয়ালেট ব্যবহার করছি। এটা অবশ্য আমি কিনিনি। গিফট পেয়েছি।

প্রিয়.কম :  কী ধরনের জুতা পরা হয়? আপনার জুতাগুলো কোথা থেকে কেনেন?

মীর সাব্বির : স্নিকার্স, কেডস পরতে বেশি ভালো লাগে। স্যান্ডেলও পরা হয়, শু কম পরি। নরমাল প্যান্টের সঙ্গে শু পরা হয়। অ্যাডিডাস থেকে কেডস কিনি। জুতা কেনার ক্ষেত্রে এপেক্স থেকেই বেশি কেনা হয়।

প্রিয়.কম : দেশ-বিদেশে কোথায় শপিং করা হয় আপনার?

মীর সাব্বির : গুলশানে আরটিসানের মতো কিছু দোকান আছে, ওসব থেকে শপিং করা হয়। বসুন্ধরায় গিয়েও শপিং করি। আর দেশের বাইরে গেলে ব্যাংককে শপিং করতে ভালো লাগে।  

প্রিয়.কম : কেমন পাঞ্জাবি পরতে ভালো লাগে আপনার? কোথা থেকে কেনা হয় সেগুলো?

মীর সাব্বির : শুক্রবারে পাঞ্জাবি পরা হয়। সাদা পাঞ্জাবিই বেশি পরি। কে-ক্রাফট-এর মতো ব্র্যান্ডগুলোর পাঞ্জাবি ভালো লাগে। বানানো কাবলি পাঞ্জাবি পরতে পছন্দ করি। তবে সুতি ও লিলেনের কাপড় কিনে দর্জি দিয়ে বানিয়ে পাঞ্জাবি বেশি পরা হয়।

পায়ে কেডস পরে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে অভিনেতা সাব্বির। ছবি : সংগৃহীত

প্রিয়.কম : ক্যাপ পরতে ভালো লাগে আপনার?

মীর সাব্বির : হ্যাঁ, ক্যাপ পরতে ভালো লাগে। আমি স্পোর্টি ক্যাপ পরতে ভালোবাসি। শুটিংয়েও কমবেশি ক্যাপ পরা হয়।

প্রিয়.কম : সানগ্লাস পরা হয় আপনার?

মীর সাব্বির : সানগ্লাস পরি। বেশ কিছু সানগ্লাস আছে আমার কাছে, এর মধ্যে গুচির কয়েকটা সানগ্লাস আছে। তবে দামি সানগ্লাস শুটিংয়ে বেশি পরা হয় না। শুটিংয়ে দামি সানগ্লাস নিয়ে যাওয়ার নানা রকম ঝামেলা থাকে।

প্রিয়.কম : মোবাইল নিয়ে কি আপনার কোনো ফ্যাসিনেশন আছে?

স্নিগ্ধ লুকে সাব্বির। ছবি : সংগৃহীত

মীর সাব্বির : মোবাইল নিয়ে আমার তেমন একটা আকর্ষণ নেই। যত কম দামি মোবাইল ব্যবহার করা যায় ততই ভালো। স্মার্ট ফোন জীবনে খুব কম ব্যবহার করেছি। এখন ‘স্যামসাং’-এর ‘জে ৭’ ফোনটা ব্যবহার করছি।

প্রিয়.কম : কোন গাড়িটা এই মুহূর্তে ব্যবহার করছেন?

মীর সাব্বির : এই মুহূর্তে ‘রাশ’-এর একটি কালো রঙের গাড়ি ব্যবহার করছি।

কালো রঙের সানগ্লাস পরেছেন সাব্বির। ছবি : সংগৃহীত

প্রিয় ফ্যাশন/সিফাত বিনতে ওয়াহিদ/আজাদ চৌধুরী