কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনলাইনে কিনেল স্মার্টফোন ঘরে এলো সাবান। সংগৃহীত ছবি

অনলাইন শপিং: স্মার্টফোনের বদলে সাবান!

সজিব ঘোষ
সহ-সম্পাদক, নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৬
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৬

(প্রিয়.কম) অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল স্মার্টফোনের, কিন্তু ঘরে এলো কাপড় কাচার তিনটে সাবান। অনলাইনে অর্ডার দিয়ে ঠিক এভাবেই বোকা বনে গেলেন ভারতের দিল্লির এক বাসিন্দা।

দিল্লির বাসিন্দা চিরাগ ধাওয়ান ৭ সেপ্টেম্বর অ্যামাজন থেকে একটি স্মার্টফোনের অর্ডার দেন। ১১ সেপ্টেম্বর চিরাগের কাছে ডেলিভারি আসে। কিন্তু প্যাকেট খুলে দেখে স্মার্টফোনের বদলে তিনটে কাপড় কাচার সাবান পাঠানো হয়েছে।

ফেসবুকে সাবানের ছবি পোস্ট করে চিরাগ বলেন, ‘‌আমি রাত ৯‌টা নাগাদ অফিস থেকে ফিরে এসে দেখি ফোন নয়, তিনটে সাবান পাঠানো হয়েছে আমায়।’‌

১১ সেপ্টেম্বরের এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এই পোস্টে তিন হাজার জন প্রতিক্রিয়া দিয়েছেন  এবং দুই হাজার ৬০০ জন পোস্টটি শেয়ার করেছেন। 

ফেসবুকে এই পোস্ট দেখার পরেই অ্যামাজন চিরাগ ধাওয়ানের সঙ্গে যোগাযোগ করে এই সমস্যার সমাধান করে। খুব শীঘ্রই চিরাগের কাছে স্মার্টফোন পৌঁছে যাবে বলেও আশ্বাস দেওযা হয়েছে অ্যামাজনের পক্ষ থেকে।

প্রিয় সংবাদ/সজিব