কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহের সাথে সাব্বির রহমান, তামিম ইকবাল ও সৌম্য সরকার। ছবি: এএফপি

তবে কি বাংলাদেশের বিপক্ষেই হাতুরুসিংহের প্রথম পরীক্ষা!

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ০৯:৫৭
আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ০৯:৫৭

(প্রিয়.কম) দক্ষিণ আফ্রিকা সফর শেষে বাংলাদেশে না ফিরেই ছুটিতে চলে যান চান্দিকা হাতুরুসিংহে। সেখান থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছাড়ার চিঠি পাঠিয়ে দেন। তিনি থাকবেন কি থাকবেন না সে বিষয়ে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বিধায় আছে। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য মতে, শ্রীলঙ্কার ক্রিকেটের সাথে চুক্তি অনেকটাই এগিয়ে এনেছেন হাতুরুসিংহে।

গেল নয় নভেম্বর বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন হাতুরুসিংহে। জানা গেছে, শ্রীলঙ্কার কোচ হওয়ার প্রস্তাব পাওয়াতেই বাংলাদেশের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই লঙ্কান কোচ। বাংলাদেশে এসে চূড়ান্ত কথা বলার কথা থাকলেও এখনও আসেননি তিনি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এ প্রসঙ্গে বলেন, ‘আসলে আমরা এখনো দ্বিধায় আছি। আমরা এখন পর্যন্ত কিছুই জানি না। ২-১ দিনের মধ্যে হাথুরুসিংহের আসার কথা। যদি ও আসে, তারপরও ওর সঙ্গে বসে বিষয়টা চুড়ান্ত হবে। এই মুহূর্তে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে।’

কিন্তু ক্রিকবাজ বলছে, শ্রীলঙ্কার সাথে চুক্তি অনেকটাই এগিয়ে গেছে হাতুরুসিংহের। আর এই চুক্তি চূড়ান্ত হয়ে গেলে বাংলাদেশের বিপক্ষেই তার প্রথম পরীক্ষা দিতে হবে। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) এক কর্মকর্তা এ বিষয়ে নিশ্চিত করেছেন। শনিবার সেই কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা খুবই খুশি, সবই ঠিকঠাকমতো হচ্ছে। তিনি (চান্দিকা হাতুরুসিংহে) আগামী সপ্তাহে কলম্বোতে আসবেন, তখনই আমরা চূড়ান্ত কথা বলব তার সাথে। নির্বাহী কমিটি অনুমোদন দিয়ে দিয়েছে। এখন তার আইনজীবীর কাছে আমরা চুক্তির খসড়া পাঠিয়ে দেব। চুক্তির প্রায় কাছাকাছি চলে এসেছি, আমরা অনেক খুশি।’

গেল জুনে গ্রাহাম ফোর্ড দায়িত্ব ছাড়ার পর থেকেই কোচ ছাড়া চলছে লঙ্কান দল। নতুন করে কোচ নিয়োগে এরই মধ্যে সংক্ষিপ্ত তালিকা করেছে বোর্ড। সেই তালিকায় হাতুরুসিংহের সাথে আরও আছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জিওফ মার্শ ও জেসন গিলেস্পি। কিন্তু হাতুরুসিংহের সাথেই কথাবার্তা এগিয়েছে। লঙ্কান বোর্ড তাদের ‘এ’ দলের সাবেক কোচকে আবারও ফিরিয়ে নিতে উঠেপড়ে লেগেছে।

প্রিয় স্পোর্টস/আশরাফ