কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্টিভেন স্মিথ। ছবি: সংগৃহীত

সেঞ্চুরির দ্বারপ্রান্তে স্টিভেন স্মিথ

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১০:০৩
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১০:০৩

(প্রিয়.কম) ক্রিকেট ক্যারিয়ারের শুরুটা হয়েছিল বোলার হিসেবে। ধীরে ধীরে হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার প্রধান ব্যাটিং ভরসা। কাঁধে উঠলো অধিনায়কের দায়িত্ব। নিজেকে প্রমাণ করেই এত দূর আসা। অনেকটা পথ পাড়ি দিয়ে এবার এসে দাঁড়িয়েছেন এক মাইলফলকের সামনে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে ক্যারিয়ারের শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।

কেমন লাগছে শততম ম্যাচের মাইলফলকের সামনে দাঁড়িয়ে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্মিথ বলেন, ‘দারুব তো লাগারই কথা। আমার মনে হয় সাদা বলে আমি নিজের বিবর্তন ঘটিয়েছি। প্রথম ৩০ ম্যাচ আমি বোলার হিসেবে খেলেছি যা আমার ক্যারিয়ারের সবচেয়ে অদ্ভুত ম্যাচ ছিল।’

খেলে ফেলেছেন ৯৯টি ওয়ানডে কিন্তু এখনও শিখছেন। এমনটাই জানিয়েছেন ২৮ বছর বয়সি এই ডানহাতি ব্যাটসম্যান। বলেন, ‘এখনও অনেক কিছু শিখছি। শেখার কোনো শেষ হয় না। এ ভাবে শিখতে শিখতেই তো পারফরম্যান্স ভালো হয়। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে শেখার রাস্তায় এগিয়ে চলেছি এখনো।’

৯৯ ওয়ানডে খেলে স্মিথের খাতায় জমা হয়েছে ৩১৮৮ রান। এর মধ্যে আছে ১৭টি হাফসেঞ্চুরি ও আটটি সেঞ্চুরি। সমান সংখ্যাক ম্যাচে বল হাতে পেয়েছেন ২৭ উইকেট। 

প্রিয় স্পোর্টস/আশরাফ