কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেটে ব্যাটিংয়ের পর ক্রিস গেইল। ছবি: প্রিয়.কম

সিক্স মেশিনই কি না এবার চাপের বোঝা দেখছেন!

শান্ত মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৭, ১৭:৫১
আপডেট: ১৭ নভেম্বর ২০১৭, ১৭:৫১

(প্রিয়.কম) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পরিচিত মুখ ক্রিস গেইল। উইন্ডিজের এই ব্যাটিং দানব বিপিএলের আগের চারটি আসরেই খেলেছেন। এবারও ব্যতিক্রম হয়নি। উড়ে এসেছেন ছক্কার বৃষ্টি বইয়ে দিতে। গত বিপিএলের আগে বলেছিলেন, ‘গেইল ঝড় আসছে।’ এবার তেমন পূর্বাভাস মেলেনি। উল্টো নিজের ওপর চাপ দেখছেন বোলারদের জন্য যমদূতে পরিণত হওয়া এই ক্যারিবিয়ান ঝড়।  

বিপিএলের আগের চারটি আসরে ভিন্ন ভিন্ন দলের হয়ে খেলেছেন টি-টোয়েন্টিতে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করা গেইল। প্রথম আসরে খেলেন বরিশাল বুলসের হয়েছে। দ্বিতীয় আসরে মাঠ মাতান ঢাকা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে। তৃতীয় আসরে তাকে দলে ভেড়ায় বরিশাল বুলস। চুতর্থ আসরে তাকে দেখা যায় চিটাগং ভাইকিংসের শিবিরে। সিক্স মেশিন এবার খেলবেন মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্সের হয়ে। 

রংপুরে আছেন নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার বেন্ডন ম্যাককালামও। এ দুজনের দিকেই তাাকিয়ে আছেন দর্শকরা। এটা বুঝতে পারছেন গেইল। যে কারণে এখনই চাপ অনুভূত হচ্ছে তার কাছে, ‘ম্যাককালাম ও আমাকে নিয়ে বাংলাদেশের সবারই প্রত্যাশা আছে। তারা চায় আমরা তাদের বিনোদিত করি। এ কারণে আমাদের ওপর চাপ থাকতে পারে। তবে আমরাও এমনটি আশা করি। দর্শকরা খুব মুখিয়ে থাকবে বলে মনে হচ্ছে।’

চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় পাওয়া রংপুর ঠিক পথে থাকতে পারেনি। পরের দুই ম্যাচেই তাদের সঙ্গী হয় হার। ১৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ছন্দে ফিরতে চায় তারা। এ ম্যাচে গেইলের লক্ষ্য দারুণ এক শুরু করা, ‘বেশ কিছু বাউন্ডারি দিয়ে ভাল একটা শুরু করতে পারলে সেটা দারুণ হবে, দর্শকদের মাতিয়ে দেওয়া যাবে। ভাল শুরু হলে অন্যরা ইনিংস বড় করতে পারবে। তারপর দেখা যাবে আমরা কত স্কোর গড়তে পারি।’

টি-টোয়েন্টিতে সব সময়ই দর্শকদের কথা মাথায় রাখেন বিপিএলে ১৫ ম্যাচ খেলে ৬৫০ রান করা গেইল। এ নিয়ে বললেন, ‘আমি সব সময় ব্যাটিংয়ে যাই দর্শকদের বিনোদন দেওয়ার জন্য। আমার লক্ষ্যই থাকে এটা। মজা পাওয়ার জন্য তারা টাকা খরচ করে। অনেক বেশি ছয় মারার চেষ্টা করতে গিয়ে মাঝেমাঝে আমি বিপদে পড়ে যাই। তবে বিপদে না পড়লে ব্যাপারটি দারুণ হয় এবং সবাই খুশি থাকে।’

গেইলের প্রতিশব্দ হয়ে উঠেছে সিক্স মেশিন। বিপিএলে সর্বোচ্চ ৬০টি ছয় হাঁকিয়েছেন বাঁহাতি এই ওপেনার। গেইল উইকেটে আছেন তো আকাশ ছোঁয়া সব ছয়ের মার দেখা যাবে- অনেকে এমন আশা করেন। আবার অনেকের ধারণা, ছয় মারার পরিকল্পনা নিয়েই মাঠে নামেন তিনি। তবে গেইল বললেন, ‘টুর্নামেন্টে কতটি ছয় মারব সেটা নিয়ে আমি কখনই পরিকল্পনা করি না। আশা করছি কাল একটি ভাল শুরু হবে। এটা করতে পারলে পুরো টুর্নামেন্টে আমার জন্য ভাল হবে।’

টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেছেন গেইল। তার মোট রান ১০ হাজার ৫৭১। এবারের বিপিএল দিয়েই ১১ হাজার রান পূর্ণ করা সম্ভব? গেইল বলছেন, ‘ আমি জানি না ১১ হাজার পূর্ণ করতে আরও কত রান দরকার আমার। তবে নয়টি ম্যাচ আছে এখানে। এসেই অনেক কিছু করা যাবে, তেমন কিছু নয়। আমি জানি এই কন্ডিশনে কতটা প্রত্যাশা করা যায়। আমি আমার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তবে যে কোনও কিছুই হতে পারে।’