কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রংপুর রাইডার্সের জার্সিতে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। ছবি: প্রিয়.কম

‘বাংলাদেশে এসেই আসলে শট খেলা খুব কঠিন’

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ১৩:১৭
আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ১৩:১৭

(প্রিয়.কম) উইকেটে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। কি করবেন তারা? প্রতিপক্ষের জন্য ভয়ংকর কিছুই হয়ত হবে। কিন্তু তাদের দুজনের ব্যাট থেকে মিলিতভাবে এল মাত্র ৩০ রান। রংপুর রাইডার্সের সমর্থকদের আশা পূরণ করতে পারলেন না এই দুই মহাতারকা। কিন্তু কেন এমন হলো? রংপুরের সতীর্থদের হয়ে এই প্রশ্নের উত্তর দিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিসিপিএল) যেদিন থেকে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন গেইল ও ম্যাককালাম, সেদিন থেকেই সমর্থকদের অপেক্ষা কবে মাঠে নামবেন এই দুজন। কিন্তু ভক্তদের অনেকটা হতাশ হতে হয়েছে শনিবারের (১৮ নভেম্বর) ম্যাচে। অধিনায়ক মাশরাফি অবশ্য মনে করেন, বাংলাদেশে এসেই শট খেলা খুব কঠিন।

গেইল-ম্যাককালামের পক্ষ নিয়ে তিনি বলেন, ‘প্রত্যাশা তো ছিলই। দর্শকরা তো আমার মনে হয়, ওদের খেলা দেখতেই এসেছে। বাংলাদেশে এসেই আসলে শট খেলা খুব কঠিন। আমার কাছে যেটা মনে হয়, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া বা ভারতেও যেমন উইকেট হয়, আমাদের উইকেট তেমন না। তাদের মানিয়ে নেওয়ার ব্যাপার ছিল।’

এত প্রত্যাশার ম্যাচে বাঁ-হাতি রান মেশিন গেইল করেছেন ১৩ বলে ১৭ আর অভিজ্ঞ ব্যাটসম্যান ম্যাককালাম করেন ১৪ বলে ১৩ রান।

তবে গেইল-ম্যাককালামরা জ্বলে উঠতে না পারায় খুব একটা হতাশ নন নড়াইল এক্সপ্রেস। খেলতে নামলে সবাই চেষ্টা করেন। কখনও ব্যাটসম্যানরা সফল হন, কখনও বোলাররা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলাররা ভালো বল করেছেন মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘দেখেন, বলের চেয়ে ৩০ রানের পার্থক্য ছিল। সেটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। কিন্তু সাইফুদ্দিন ও আল আমিন ভালো দুই তিনটা ওভার করায় আমরা পিছিয়ে যাই। শেষ দিকে হাসান আলি ছিল।’

প্রিয় স্পোর্টস/আশরাফ