কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শবনম বুবলী/ প্রিয়.কম

‘দর্শকদের ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়’

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৭, ১৬:৪৮
আপডেট: ২০ নভেম্বর ২০১৭, ১৬:৪৮

(প্রিয়.কম) ঢাকাই সিনেমার এই সময়ের আলোচিত নায়িকাদের একজন শবনম বুবলী। অল্প সময়ের ক্যারিয়ারে কাজ দিয়েই নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। আজ ২০ নভেম্বর তার জন্মদিন। অভিনয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএতে পড়াশোনাও করছেন বুবলী। রোববার দিবাগত রাতে পরিবারের সঙ্গে জন্মদিনের কেক কেটেছেন এ নায়িকা।

জীবন নিয়ে উপলব্ধিটা আসলে ঠিক কেমন? প্রশ্ন রাখতেই বুবলি বলেন, ‘এখনও তো জীবনের অনেকটা সময়ই বাকি। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই, তিনি এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, ভাল আছি- এটাই জীবনের বড় পাওয়া। যখন টেলিভিশনে নিউজ নিয়ে কাজ করতাম, তখন আমার পরিচিতি কম ছিল। চলচ্চিত্র তো অনেক বড় একটা মাধ্যম। এখানে ভালোবাসা প্রকাশের বহিঃপ্রকাশের মাধ্যমটাও বড়। চ্যালেঞ্জটাও অনেক বেশি।’

এখন পর্যন্ত বুবলী অভিনীত চারটি সিনেমা মুক্তি পেয়েছে। সব সিনেমাগুলোই বেশ আলোচিত হয়েছে। এতে নায়ক হিসেবে পেয়েছেন দেশীয় সিনেমার এই সময়ের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়ক শাকিব খানকে। আর বলেন, ‘দর্শকদের ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়।’

এদিকে কথা প্রসঙ্গে বুবলী জানান, তার ইচ্ছে রয়েছে সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে নিজেকে জড়িত করার। তবে সে বিষয়গুলো এখনই জানাতে চান না। সময় হলেই তিনি বলবেন। আর এবার বুবলীর ইচ্ছে ছিল পরিবারের বাইরে তার বন্ধু আর শুভাকাঙ্ক্ষীদের নিয়ে জন্মদিন উদযাপন করার। কিন্তু আপাতত তা হচ্ছে না বলেও জানান তিনি।

বাংলা সিনেমা যেভাবে আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিচ্ছে, এ নিয়ে ভীষণ আশাবাদী তিনি। তিনি বলেন, ‘ভাল কাজের প্রতিযোগিতাটা যেন সব সময় থাকে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে। আমাদের ফিল্মটাকে আন্তর্জাতিক বাজারে এগিয়ে নেওয়ার জন্য অনেকেই যে যার অবস্থানে থেকে চেষ্টা করে যাচ্ছেন। এজন্য একে অপরের সহযোগিতা জরুরি।’

জনপ্রিয় এই নায়িকা বর্তমানে ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্লা মাইয়া’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার নায়ক শাকিব খান। আর আগামীকালই জানা যাবে, কবে থেকে শুরু হচ্ছে এই সিনেমার শুটিং। এছাড়াও শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত নতুন সিনেমা ‘প্রিয়তমা’তে অভিনয় করবেন তিনি।

একসময় একটি বেসরকারি টিভি চ্যনেলে সংবাদ উপস্থাপক ছিলেন শবনম বুবলী। এরপর শামিম আহম্মেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবি দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় তার, সে ছবিতে তার নায়ক ছিলেন শাকিব খান।

প্রিয় বিনোদন/গোরা