কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেরপুরে গণপ্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি। ছবি: প্রিয়.কম

শেরপুরে গণপ্রকৌশল দিবস পালিত

সানী ইসলাম
কন্ট্রিবিউটর, শেরপুর
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৭, ১৫:১৪
আপডেট: ২২ নভেম্বর ২০১৭, ১৫:১৪

(প্রিয়.কম) ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দক্ষতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশের (আইডিইবি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ২২ নভেম্বর বুধবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স জেলা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুর রহমান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্সের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন ও অর্থ সম্পাদক বরুন ব্যনার্জী প্রমূখ বক্তব্য রাখেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়।

প্রিয় সংবাদ/শিরিন/আশরাফ